পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

WHO Chief over PM Modi: জি-20 সম্মেলনে মোদি-সাক্ষাতে হু প্রধান, কৃতজ্ঞ টেড্রস আধানম

বিশ্বজুড়ে চিরাচরিত চিকিৎসার স্বাস্থ্য কেন্দ্র গড়ে তুলতে হু-র সঙ্গে জোট বেঁধেছে ভারত ৷ ইন্দোনেশিয়ায় জি 20 গোষ্ঠীর সম্মেলনে টেড্রস আধানমের সঙ্গে দেখা হল মোদির (Modi Tedros Meet) ৷

G20 Summit WHO Chief
ETV Bharat

By

Published : Nov 15, 2022, 6:18 PM IST

বালি, 15 নভেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কৃতজ্ঞতা জানালেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রস আধানম ৷ ইন্দোনেশিয়ার বালিতে জি-20 গোষ্ঠীর বৈঠকে এদিন দু'জনের সাক্ষাৎ হয় ৷ হু-র সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করেছে ভারত ৷ বিশ্বে স্বাস্থ্যকেন্দ্র তৈরি করা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূমিকার প্রশংসা করে বলেন আধানম (WHO Chief expresses gratitude to PM Modi for collaboration on building global traditional health centre) ৷

মঙ্গলবার জি-20 গোষ্ঠীর বৈঠকের (G-20 Summit Indonesia) পর তিনি প্রধানমন্ত্রী মোদির সঙ্গে একটি ছবি পোস্ট করেন সোশাল মিডিয়ায় ৷ টেড্রস আধানম (Tedros Adhanom Ghebreyesus) টুইটে বলেন, "ভারতের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ৷ আপনি হু-র সঙ্গে সহযোগিতা করে আন্তর্জাতিক চিরাচরিত চিকিৎসার স্বাস্থ্যকেন্দ্র তৈরিতে সাহায্য করেছেন ৷ স্বাস্থ্য সবার জন্য (#HealthForAll!)৷"

এর আগে মার্চ মাসে 'হু গ্লোবাল সেন্টার ফর ট্র্যাডিশনাল মেডিসিন' (Who Global Centre) তৈরি করা নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ভারত সরকারের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয় ৷ এতে মোদি সরকার 25 মিলিয়ন (25 কোটি) মার্কিন ডলার বিনিয়োগ করেছে ৷ হু-র দেওয়া একটি বিবৃতি অনুযায়ী, এই চুক্তির উদ্দেশ্য ছিল দুনিয়াজুড়ে চিরাচরিত ওষুধ (Traditional Medicine) নিয়ে প্রচার করা ৷ আধুনিক বিজ্ঞান এবং প্রযুক্তির মাধ্যমে বিশ্বের চিরাচরিত ওষুধগুলির সুবিধে মানুষের কাছে পৌঁছে দেওয়া ৷ যাতে জনসাধারণের স্বাস্থ্যের উন্নতি হয় ৷

আরও পড়ুন: জি-20 সম্মেলনের মঞ্চে মুখোমুখি ঋষি-মোদি

19 এপ্রিল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গুজরাতের জামনগরে হু গ্লোবাল সেন্টার ফর ট্র্যাডিশনাল মেডিসিন-এর (WHO Global Centre for Traditional Medicine, GCTM) ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ৷ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মরিশাসের প্রধানমন্ত্রী প্রাভিন্দ জুগনথ (Mauritius Prime Minister Pravind Kumar Jugnauth) এবং হু-র ডিরেক্টর-জেনারেল টেড্রস আধানম ৷

17তম জি-20 গোষ্ঠী সম্মেলনে 'রিকভার টুগেদার, রিকভার স্ট্রংগার' (Recover Together, Recover Stronger) থিমে আন্তর্জাতিক সংকটগুলির প্রতি বিশেষ নজর দেওয়া হচ্ছে ৷ প্রধানমন্ত্রী মোদি ছাড়াও বালিতে এসেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাক্রোঁ, আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক, নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী মার্ক রুত এবং অন্যরা ৷

প্রধানমন্ত্রীর অফিস থেকে টুইট করে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিশ্বব্যাঙ্কের প্রেসিডেন্ট ডেভিড মালপাসের সঙ্গে তাঁর ফলপ্রসূ আলোচনা হয়েছে ৷ জি-20 গোষ্ঠীর সম্মেলনে 'খাদ্য এবং শক্তি নিরাপত্তা' (Food and Energy Security) নিয়ে বক্তৃতা দেওয়ার সময় প্রধানমন্ত্রী বলেন, "ভারত এখন বিশ্বের সবচেয়ে দ্রুতগতিতে বেড়ে চলা অর্থনীতি ৷ বিশ্বের উন্নয়নের জন্য ভারতের শক্তিক্ষেত্রে নিরাপত্তা খুব গুরুত্বপূর্ণ ৷ আমরা শক্তি সরবরাহের ক্ষেত্রে কোনও রকম নিয়ন্ত্রণ জারি করব না ৷ শক্তিক্ষেত্রে স্থিরতার বিষয়টিও নিশ্চিত করব ৷ ভারত বিশুদ্ধ শক্তি এবং পরিবেশের (Clean energy and environment) প্রতি দায়বদ্ধ ৷"

আরও পড়ুন:বাইডেন থেকে ম্যাক্রোঁ, জি-20 সামিটের মঞ্চে মোদির বাহুডোরে তাবড় রাষ্ট্রনায়করা

ABOUT THE AUTHOR

...view details