লন্ডন, 23 জুন: তবে কি মাঙ্কিপক্স (Monkeypox outbreak) সংক্রমণকে বিশ্বস্বাস্থ্য ক্ষেত্রে জরুরি অবস্থা (গ্লোবাল এমারজেন্সি) বলে ঘোষণা করতে চলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) ! বৃহস্পতিবার এই বিষয় নিয়ে আলোচনার জন্য বৃহস্পতিবার জরুরি বৈঠক ডেকেছে 'হু' (WHO considers declaring monkeypox a global health emergency) ৷ এই বৈঠককে কেন্দ্র করে এই জল্পনা আরও ছড়িয়েছে ৷ ইতিমধ্যেই বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মাঙ্কিপক্স আক্রান্ত রোগীর খোঁজ মিলেছে ৷
গত সপ্তাহে 'হু' প্রধান টেড্রস আধানম ঘেব্রেইসাস জানিয়েছেন, বিশ্বের 80টি দেশে এখনও পর্যন্ত মাঙ্কিপক্স ভাইরাসের সন্ধান মিলেছে ৷ যে তালিকায় ইউরোপের একাধিক দেশ রয়েছে ৷ বিষয়টিকে 'অস্বাভাবিক ও চিন্তার' বলে বর্ণনা করেছেন হু প্রধান ৷ ইউরোপ ছাড়াও মধ্য ও পশ্চিম আফ্রিকার কিছু দেশেও এই ভাইরাসের সন্ধান মিলেছে ৷ 'হু' এর তথ্য অনুযায়ী, এই ভাইরাসের একটি প্রজাতির 10 শতাংশ পর্যন্ত মারণ ক্ষমতা রয়েছে ৷ মাঙ্কিপক্সের বর্তমান সংক্রমণে আফ্রিকার বাইরে এখনও পর্যন্ত কোনও মৃত্যু হয়নি বলে দাবি হু'র ৷