পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Jun 23, 2022, 6:37 PM IST

ETV Bharat / international

WHO Meeting on Monkeypox : মাঙ্কিপক্স নিয়ে জরুরি বৈঠক ডাকল 'হু', গ্লোবাল এমারজেন্সি ঘোষণার সম্ভাবনা

মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল আ্যান্ড প্রিভেনশন জানিয়েছে, বিশ্বের এমন 42টি দেশে মাঙ্কিপক্সের (Monkeypox outbreak) দেখা মিলেছে যেখানে সচরাচর ভাইরাস সংক্রমণ ঘটে না ৷ এই দেশগুলিতে প্রায় 3 হাজার 300 জন মাঙ্কিপক্স আক্রান্তের খোঁজ মিলেছে ৷ 'হু' জানিয়েছে বিশ্বের 80টি দেশে এখনও পর্যন্ত মাঙ্কিপক্স ভাইরাসের সন্ধান মিলেছে ৷

Monkeypox virus
মাঙ্কিপক্স নিয়ে জরুরি বৈঠক ডাকল হু

লন্ডন, 23 জুন: তবে কি মাঙ্কিপক্স (Monkeypox outbreak) সংক্রমণকে বিশ্বস্বাস্থ্য ক্ষেত্রে জরুরি অবস্থা (গ্লোবাল এমারজেন্সি) বলে ঘোষণা করতে চলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) ! বৃহস্পতিবার এই বিষয় নিয়ে আলোচনার জন্য বৃহস্পতিবার জরুরি বৈঠক ডেকেছে 'হু' (WHO considers declaring monkeypox a global health emergency) ৷ এই বৈঠককে কেন্দ্র করে এই জল্পনা আরও ছড়িয়েছে ৷ ইতিমধ্যেই বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মাঙ্কিপক্স আক্রান্ত রোগীর খোঁজ মিলেছে ৷

গত সপ্তাহে 'হু' প্রধান টেড্রস আধানম ঘেব্রেইসাস জানিয়েছেন, বিশ্বের 80টি দেশে এখনও পর্যন্ত মাঙ্কিপক্স ভাইরাসের সন্ধান মিলেছে ৷ যে তালিকায় ইউরোপের একাধিক দেশ রয়েছে ৷ বিষয়টিকে 'অস্বাভাবিক ও চিন্তার' বলে বর্ণনা করেছেন হু প্রধান ৷ ইউরোপ ছাড়াও মধ্য ও পশ্চিম আফ্রিকার কিছু দেশেও এই ভাইরাসের সন্ধান মিলেছে ৷ 'হু' এর তথ্য অনুযায়ী, এই ভাইরাসের একটি প্রজাতির 10 শতাংশ পর্যন্ত মারণ ক্ষমতা রয়েছে ৷ মাঙ্কিপক্সের বর্তমান সংক্রমণে আফ্রিকার বাইরে এখনও পর্যন্ত কোনও মৃত্যু হয়নি বলে দাবি হু'র ৷

আরও পড়ুন : বাড়ছে সংক্রমণ, কোভিডের মতোই অতিমারির রূপ ধারণ করবে মাঙ্কিপক্স ?

মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল আ্যান্ড প্রিভেনশন জানিয়েছে, বিশ্বের এমন 42টি দেশে মাঙ্কিপক্সের দেখা মিলেছে যেখানে সচরাচর ভাইরাস সংক্রমণ ঘটে না ৷ এই দেশগুলিতে প্রায় 3 হাজার 300 জন মাঙ্কিপক্স আক্রান্তের খোঁজ মিলেছে ৷ মোট আক্রান্তের 80 শতাংশই ইউরোপে ৷ আফ্রিকায় সন্ধান মিলেছে 1 হাজার 400 জন আক্রান্তের ৷ সেখানে মৃত্যু হয়েছে 62 জনের ৷

ABOUT THE AUTHOR

...view details