ওয়াশিংটন, 29 অগস্ট: কয়েকদিন পরই নয়াদিল্লিতে বসতে চলেছে জি-20 শীর্ষ সম্মেলন ৷ সেই সম্মেলনে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান কী হতে চলেছে, তা মঙ্গলবার জানানো হল হোয়াইট হাউজের তরফে ৷ তারা জানিয়েছে, বিশ্বব্যাপী অর্থনৈতিক সহযোগিতার প্রধান ফোরাম হিসেবে G20-এর প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রতিশ্রুতি রয়েছে, এবারে সম্মেলনে তা পুনর্নিশ্চিত করবেন প্রেসিডেন্ট জো বাইডেন ৷ ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের জেরে সামাজিক প্রভাব পড়েছে, তা নিয়েও কথা বলবেন মার্কিন প্রেসিডেন্ট ৷ এছাড়াও বিভিন্ন বিষয়ে কথা বলবেন । এ দিন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জিন পিয়েরে এক সাংবাদিক বৈঠক করেন ৷ সেখানেই তিনি এই মন্তব্য করেন ।
হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি কারিন জিন পিয়েরে জানিয়েছেন যে এবারের সম্মেলনে বাইডেন ক্লিন এনার্জি ট্রানজিশন, জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই, দারিদ্র দূরীকরণে বহুপাক্ষিক উন্নয়ন ব্যাংকগুলির সক্ষমতা বাড়ানো-সহ বিশ্বের বিভিন্ন সমস্যা মোকাবিলা করার জন্য যৌথ প্রচেষ্টা নিয়ে কাজ করার বিষয়ে আলোচনা করবেন ৷
এ দিন হোয়াইট হাউজের তরফে মার্কিন প্রেসিডেন্টের সফরসূচি ঘোষণা করা হয়েছে ৷ সেই সফরসূচি অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নয়াদিল্লিতে সেপ্টেম্বরে জি20 শীর্ষ সম্মেলনে যোগ দিতে চার দিনের সফরে যাবেন ৷ নয়াদিল্লিতে জি20 সম্মেলন সেরে আগামী 10 সেপ্টেম্বর ভিয়েতনামের হ্যানয়ে যাবেন জো বাইডেন ৷