পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

G20 Summit in Delhi: বিশ্বের অর্থনৈতিক সহযোগিতায় মার্কিন অবস্থান জি20 শীর্ষ সম্মেলনে ফের স্পষ্ট করবেন বাইডেন, জানাল হোয়াইট হাউজ - প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

White House on US President Joe Biden Delhi Visit: আগামী 9-10 সেপ্টেম্বর নয়াদিল্লিতে বসবে জি20 শীর্ষ সম্মেলন ৷ সেই উপলক্ষ্যে চারদিনের ভারত সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ৷ মঙ্গলবার হোয়াইট হাউজের তরফে বাইডেনের সফরসূচি ঘোষণা করা হয় ৷ একই সঙ্গে জানানো হয়েছে, এবারের সম্মেলনে মার্কিন যুক্তরাষ্ট্র কী অবস্থান নিতে চলেছে ৷

US President Joe Biden
US President Joe Biden

By ETV Bharat Bangla Team

Published : Aug 29, 2023, 12:15 PM IST

ওয়াশিংটন, 29 অগস্ট: কয়েকদিন পরই নয়াদিল্লিতে বসতে চলেছে জি-20 শীর্ষ সম্মেলন ৷ সেই সম্মেলনে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান কী হতে চলেছে, তা মঙ্গলবার জানানো হল হোয়াইট হাউজের তরফে ৷ তারা জানিয়েছে, বিশ্বব্যাপী অর্থনৈতিক সহযোগিতার প্রধান ফোরাম হিসেবে G20-এর প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রতিশ্রুতি রয়েছে, এবারে সম্মেলনে তা পুনর্নিশ্চিত করবেন প্রেসিডেন্ট জো বাইডেন ৷ ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের জেরে সামাজিক প্রভাব পড়েছে, তা নিয়েও কথা বলবেন মার্কিন প্রেসিডেন্ট ৷ এছাড়াও বিভিন্ন বিষয়ে কথা বলবেন । এ দিন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জিন পিয়েরে এক সাংবাদিক বৈঠক করেন ৷ সেখানেই তিনি এই মন্তব্য করেন ।

হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি কারিন জিন পিয়েরে জানিয়েছেন যে এবারের সম্মেলনে বাইডেন ক্লিন এনার্জি ট্রানজিশন, জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই, দারিদ্র দূরীকরণে বহুপাক্ষিক উন্নয়ন ব্যাংকগুলির সক্ষমতা বাড়ানো-সহ বিশ্বের বিভিন্ন সমস্যা মোকাবিলা করার জন্য যৌথ প্রচেষ্টা নিয়ে কাজ করার বিষয়ে আলোচনা করবেন ৷

এ দিন হোয়াইট হাউজের তরফে মার্কিন প্রেসিডেন্টের সফরসূচি ঘোষণা করা হয়েছে ৷ সেই সফরসূচি অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নয়াদিল্লিতে সেপ্টেম্বরে জি20 শীর্ষ সম্মেলনে যোগ দিতে চার দিনের সফরে যাবেন ৷ নয়াদিল্লিতে জি20 সম্মেলন সেরে আগামী 10 সেপ্টেম্বর ভিয়েতনামের হ্যানয়ে যাবেন জো বাইডেন ৷

আরও পড়ুন:'ভারতের সঙ্গে আমেরিকার এত ভালো সম্পর্ক আগে হয়নি', প্রশংসা হোয়াইট হাউজের

ভারত আগামী 9 এবং 10 সেপ্টেম্বর G20 শীর্ষ সম্মেলনের আয়োজন করতে চলেছে ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জুন মাসে মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন, সেখানে বাইডেন বলেছিলেন যে তিনি সেপ্টেম্বরে নয়াদিল্লিতে G20 শীর্ষ সম্মেলন অংশ নেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন ৷ প্রেসিডেন্ট হওয়ার পর কখনও ভারত সফরে আসেননি বাইডেন ৷ এই প্রথম তিনি ভারতে আসছেন ৷ তবে এটা দ্বিপাক্ষিক সফর নয়৷ তবে শীর্ষ সম্মেলনের মাঝে দুই রাষ্ট্রনেতার মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হতে পারে ৷

সংবাদ সংস্থা - এএনআই

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details