সান ফ্রান্সিসকো, 1 এপ্রিল:এবার কি টুইটারের সঙ্গে সম্মুখ সংঘাতে নামছে হোয়াইট হাউস ? এই প্রশ্ন উঠছেই ৷ আর নেপথ্যে রয়েছে, হোয়াইট হাউসের ডিজিট্যাল স্ট্র্যাটেজি বিভাগের ডিরেক্টর রব ফ্লেহার্টির একটি নির্দেশিকা ৷ ইমেল মারফত এই নির্দেশিকা হোয়াইট হাউসের সমস্ত কর্মী ও আধিকারিককে পাঠিয়েছেন তিনি ৷ তাতে বলা হয়েছে, হোয়াইট হাউসের কোনও কর্মী বা আধিকারিক তাঁদের ভেরিফায়েড অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টের 'ব্লু টিক' (ব্লু চেক মার্ক) পাওয়ার জন্য ইলন মাস্কের সংস্থা কোনও টাকা দেবেন না ! অথচ, মাস্ক ইতিমধ্যেই ঘোষণা করেছেন, টাকা না পেলে সংশ্লিষ্ট সমস্ত টুইটার হ্যান্ডেল থেকে শনিবারই ব্লু টিক সরিয়ে ফেলা হবে ৷ কিন্তু, হোয়াইট হাউস যে বিষয়টিকে মোটেও পাত্তা দিতে রাজি নয়, রব ফ্লেহার্টির ইমেল বার্তা থেকেই তা স্পষ্ট হয়ে গিয়েছে ৷
সংশ্লিষ্ট ইমেলে লেখা হয়েছে, "আমরা অনুধাবন করেছি যে 'টুইটার ব্লু' ব্যক্তিগত স্তরে কোনও কিছু যাচাই করার পরিষেবা প্রদান করে না ৷ এখন যদি কোনও অ্যাকাউন্টে ব্লু টিক দেখা যায়, তাহলে বুঝতে হবে, সংশ্লিষ্ট অ্যাকাউন্টটির জন্য অর্থ প্রদান করা হচ্ছে ৷" বিষয়টি নিয়ে ইতিমধ্যেই সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে ৷ তাতে দাবি করা হয়েছে, হোয়াইট হাউসের কর্মী ও আধিকারিকদের যে নির্দেশ পাঠানো হয়েছে, তা সমস্ত সরকারি সংস্থাগুলিকে পাঠানোর বা সেগুলির উপরও নিশ্চিতভাবে কার্যকর করার মতো কোনও পরিকল্পনা মার্কিন প্রশাসনের নেই ৷ তবে, নির্বাচিত কিছু বিভাগ ও সংস্থায় এই নির্দেশিকা পাঠানো হতে পারে ৷ সংশ্লিষ্ট সূত্র মারফত এখনও পর্যন্ত অন্তত তেমনটাই দাবি করা হচ্ছে ৷