ওয়াশিংটন, 4 মার্চ: ক্যানসার আক্রান্ত আমেরিকার প্রেসিডেন্ট ? তেমনটাই জানিয়েছেন হোয়াইট হাউজের চিকিৎসক ৷ তবে ডাঃ কেভিন ও'কনর আশ্বস্ত করেছেন, চিন্তার কিছু নেই ৷ গত মাসে জো বাইডেনের বুকের চামড়া থেকে ওই ক্ষত বাদ দেওয়া হয়েছে ৷ জানা গিয়েছে, সেটি বাসাল সেল কারসিনোমা ছিল ৷ খুব সাধারণ ত্বকের ক্যানসার ৷ শুক্রবার এই তথ্য জানিয়েছেন ডাঃ কেভিন ৷ পাশাপাশি তিনি ভরসা দিয়েছেন, এখন আর কোনও চিকিৎসার প্রয়োজন নেই প্রেসিডেন্টের (President Joe Biden Cancer treatment news) ৷
হোয়াইট হাউজের ডাঃ কেভিন ও'কনর (Dr. Kevin O’Connor, the White House doctor) দীর্ঘ সময় ধরে জো বাইডেনের চিকিৎসা করছেন ৷ তিনি বলেন, "ক্যানসারে আক্রান্ত সব কোষগুলি সফলভাবে বাদ দেওয়া হয়েছে" ৷ 80 বছর বয়সি বাইডেনকে তাঁর ডাক্তার বরং 'স্বাস্থ্যবান, প্রাণে ভরপুর' এবং 'ফিট' সার্টিফিকিটে দিলেন ৷ চিকিৎসক নিশ্চিত, এরপরেও বাইডেন হোয়াইট হাউজের সব রকম কাজকর্মের দায়িত্ব চালিয়ে যেতে পারবেন ৷ 2024 সালের প্রেসিডেন্ট নির্বাচনের দিন এগিয়ে আসছে ৷ আর এক সপ্তাহ বাদেই ফের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচনী প্রচারে নামবেন অশীতিপর রাষ্ট্রনায়ক ৷