ওয়াশিংটন, 27 জুন: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে যৌথ সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সংখ্যালঘুদের অধিকার নিয়ে প্রশ্ন করার জন্য সোশ্যাল মিডিয়ায় হয়রানির মুখে পড়তে হয়েছে এক মার্কিন সাংবাদিককে ৷ এই ঘটনার তীব্র নিন্দা করেছে হোয়াইট হাউস ৷ তারা বলেছে, এমন ঘটনা একেবারেই গ্রহণযোগ্য নয় ৷
সাংবাদিককে অনলাইনে হেনস্তা:গত সপ্তাহে ওয়াল স্ট্রিট জার্নালের সাংবাদিক সাবরিনা সিদ্দিকী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে ভারতের সংখ্যালঘুদের অধিকার সম্পর্কে জানতে চেয়েছিলেন ৷ মোদির সরকার সংখ্যালঘুদের উন্নয়নে এবং তাদের বাকস্বাধীনতা বজায় রাখতে কী পদক্ষেপ করতে ইচ্ছুক, প্রধানমন্ত্রীর কাছে তা জানতে চান ওই সাংবাদিক ৷ তিনি প্রধানমন্ত্রীকে এই প্রশ্ন করায় অনলাইনে তাঁকে হেনস্তার মুখে পড়তে হয়েছে ৷ নেট নাগরিকদের অনেকে অভিযোগ করেন যে, সাবরিনার প্রশ্ন ছিল উদ্দেশ্যপ্রণোদিত এবং তাঁকে পাকিস্তানি ইসলামপন্থী বলেও অভিহিত করা হয় ৷
হেনস্তার নিন্দা করল আমেরিকা:এই নিয়ে এক প্রশ্নের জবাবে কৌশলগত যোগাযোগের জন্য জাতীয় নিরাপত্তা পরিষদের কো-অর্ডিনেটর জন কিরবি সোমবার বলেন, "আমরা এই হয়রানির খবর সম্পর্কে সচেতন । এটা গ্রহণযোগ্য নয় । এবং আমরা যে কোনও পরিস্থিতিতে যে কোনও জায়গায় সাংবাদিকদের যে কোনও হয়রানির নিন্দা জানাই । এটি সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য । এবং এটি গণতন্ত্রের মূল নীতির পরিপন্থী, যা গত সপ্তাহে তাঁর সফর চলাকালীন হয়েছিল ।"