ওয়াশিংটন, 5 নভেম্বর: ইজরায়েল-হামাস যুদ্ধ প্রসঙ্গে উভয় পক্ষেরই হিংসার নিন্দা করলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ৷ তাঁর প্রাক্তন কর্মীদের পডকাস্ট পড সেভ আমেরিকাকে দেওয়া একটি সাক্ষাৎকারে ওবামা বলেন যে, এই সংঘাত শতাব্দী প্রাচীন যা এখন সামনে এসেছে ৷ আর বিভাজন আরও বাড়ানোর জন্য সোশাল মিডিয়াকে দায়ী করেছেন ওবামা ৷ এই তথ্য জানিয়েছে নিউইয়র্ক টাইমস ।
ইজরায়েলের উপর হামাসের 7 অক্টোবরের হামলায় যে বহু নিরপরাধ ইজরায়েলিকে হত্যা করা হয়েছিল তার তীব্র নিন্দা করেন বারাক ওবামা ৷ পাশাপাশি তিনি প্যালেস্তাইনের বেসামরিক নাগরিকদের দুর্ভোগের কথাও তুলে ধরেন । প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, "এ সব দেখে আমি আগের কথা ভাবছি, 'আমি রাষ্ট্রপতি থাকাকালীন আমি এটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কী করতে পারতাম, যতটা সম্ভব চেষ্টা করেছি ৷ কিন্তু আমার মধ্যে এমন একটি অংশ আছে যা এখনও বলছে, 'আচ্ছা, আমি কি অন্য কিছু করতে পারতাম ?"
বারাক ওবামা ইজরায়েল-গাজা যুদ্ধের একটি বিশদ বিশ্লেষণ প্রদান করেছেন, তিনি তাঁর হাজার হাজার প্রাক্তন সহযোগীকে বলেছেন যে, চলমান হত্যাকাণ্ডে সবাই 'কিছু পরিমাণে জড়িত'। নিউইয়র্ক টাইমস অনুসারে শুক্রবার শিকাগোতে তাঁর প্রাক্তন কর্মীদের একটি দলের সঙ্গে কথা বলার সময় ওবামা বলেন, "এটি শতাব্দী প্রাচীন জিনিস যা আজ সামনে আসছে ।" বিভাজন আরও গভীর করার জন্য সোশাল মিডিয়াকে দায়ী করেছেন ওবামা ৷