পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

Obama on Israel-Hamas War: হামাস যা করেছে তা ভয়াবহ, প্যালেস্তাইনের নাগরিকদের পরিস্থিতিও অসহনীয়: ওবামা

প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ইজরায়েলের উপর 7 অক্টোবরে হামাসের হামলার নিন্দা করেছেন ৷ পাশাপাশি ইজরায়েলি হামলায় গাজায় নিরপরাধ বেসামরিক নাগরিকদের দুর্ভোগের কথাও তুলে ধরেছেন তিনি ।

Barack Obama
বারাক ওবামা

By ETV Bharat Bangla Team

Published : Nov 5, 2023, 12:09 PM IST

ওয়াশিংটন, 5 নভেম্বর: ইজরায়েল-হামাস যুদ্ধ প্রসঙ্গে উভয় পক্ষেরই হিংসার নিন্দা করলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ৷ তাঁর প্রাক্তন কর্মীদের পডকাস্ট পড সেভ আমেরিকাকে দেওয়া একটি সাক্ষাৎকারে ওবামা বলেন যে, এই সংঘাত শতাব্দী প্রাচীন যা এখন সামনে এসেছে ৷ আর বিভাজন আরও বাড়ানোর জন্য সোশাল মিডিয়াকে দায়ী করেছেন ওবামা ৷ এই তথ্য জানিয়েছে নিউইয়র্ক টাইমস ।

ইজরায়েলের উপর হামাসের 7 অক্টোবরের হামলায় যে বহু নিরপরাধ ইজরায়েলিকে হত্যা করা হয়েছিল তার তীব্র নিন্দা করেন বারাক ওবামা ৷ পাশাপাশি তিনি প্যালেস্তাইনের বেসামরিক নাগরিকদের দুর্ভোগের কথাও তুলে ধরেন । প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, "এ সব দেখে আমি আগের কথা ভাবছি, 'আমি রাষ্ট্রপতি থাকাকালীন আমি এটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কী করতে পারতাম, যতটা সম্ভব চেষ্টা করেছি ৷ কিন্তু আমার মধ্যে এমন একটি অংশ আছে যা এখনও বলছে, 'আচ্ছা, আমি কি অন্য কিছু করতে পারতাম ?"

বারাক ওবামা ইজরায়েল-গাজা যুদ্ধের একটি বিশদ বিশ্লেষণ প্রদান করেছেন, তিনি তাঁর হাজার হাজার প্রাক্তন সহযোগীকে বলেছেন যে, চলমান হত্যাকাণ্ডে সবাই 'কিছু পরিমাণে জড়িত'। নিউইয়র্ক টাইমস অনুসারে শুক্রবার শিকাগোতে তাঁর প্রাক্তন কর্মীদের একটি দলের সঙ্গে কথা বলার সময় ওবামা বলেন, "এটি শতাব্দী প্রাচীন জিনিস যা আজ সামনে আসছে ।" বিভাজন আরও গভীর করার জন্য সোশাল মিডিয়াকে দায়ী করেছেন ওবামা ৷

তাঁর কথায়, "হামাস যা করেছে তা ভয়াবহ ছিল, এবং এর কোনও যৌক্তিকতা নেই ৷ এবং এটাও সত্য যে প্যালেস্তাইনের উপর দখলদারিত্ব এবং সেখানে যা ঘটছে তাও অসহনীয় । যা সত্য তা হল, এই মুহূর্তে এমন কিছু লোক আছে যারা মারা যাচ্ছে, কিন্তু হামাস যা করেছে তার সঙ্গে তাঁদের কোনও সম্পর্ক নেই ৷"

ওবামা আরও বলেন, "এমনকি আমি যা বলেছি, তাতে এখনও এই সত্যটির উত্তর মেলেনি যে, আমরা কীভাবে আজকে শিশুদের হত্যা হওয়া থেকে আটকাতে পারি ?" ওবামা তাঁর প্রাক্তন সহযোগীদের 'পুরো সত্য গ্রহণ' করার জন্য জোরালোভাবে আহ্বান জানান এবং বলেন যে, ইজরায়েল-হামাস যুদ্ধের ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখা গুরুত্বপূর্ণ ।

7 অক্টোবর হামাসের হামলার পর গাজায় সংঘাত বৃদ্ধি পায়, যেখানে প্রায় 2,500 জঙ্গি গাজা উপত্যকা থেকে ইজরায়েলে সীমান্ত লঙ্ঘন করে হামলা চালায়, যার ফলে হতাহতের ঘটনা ঘটে এবং অনেককে বন্দি করা হয় ৷ ইজরায়েল তার গাজা আক্রমণকে হামাসকে নির্মূল করার লক্ষ্য হিসেবে তুলে ধরেছে ৷ 7 অক্টোবর থেকে ইজরায়েলি হামলায় 9,488 এরও বেশি প্যালেস্তাইনীর মৃত্যু হয়েছে । ইজরায়েলে হামাসের হামলায় 1,400 জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন ।

আরও পড়ুন:গাজায় হামাসের গোপন টানেল গুঁড়িয়ে দিয়েছে ইজরায়েলি সেনা, দাবি আইডিএফের

ABOUT THE AUTHOR

...view details