ইসলামাবাদ, 3 নভেম্বর:"ইমরান খান মানুষকে ভুল বোঝাচ্ছেন । মেনে নিতে পারিনি । এক এবং একমাত্র ইমরানকে (Former Pakistan PM Imran Khan) মেরে ফেলাই উদ্দেশ্য ছিল । আর কাউকে মারতে চাইনি । ওকে মারার জন্য নিজের সবটুকু দিয়ে চেষ্টা করেছি ।" ধরা পরেও নির্লিপ্ত নাভিদ । প্রাক্তন পাক প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুঁড়ে অবশেষে পুলিশের জালে ধরা পড়েছে সে (Wanted to assassinate former Pakistan PM Imran Khan) ।
পুলিশি হেফাজতেই সে জানায়, "আজানের সময় ওর (পড়ুন ইমরান খানের) কন্টেনারে গান চলছিল । আমি আজ ওকে মারার সিদ্ধান্ত নিয়েছিলাম । ইমরান খান যখন লং মার্চ শুরু করেন তখন এটা আমার মাথায় আসে । মোটরবাইকে এসে বাইক মামার দোকানে পার্ক করে ওখানে পজিশন নিই ।" একইসঙ্গে আততায়ী জানিয়েছে, সে কোনও রাজনৈতিক দল কিংবা ধর্মীয় সংহঠনের মদতপুষ্ট নয় । সম্পূর্ণ নিজের খেয়ালেই এই ঘটনা সে ঘটিয়েছে ।
আরও পড়ুন: 'আল্লাহর কৃপায় নতুন জীবন পেলাম', প্রাণে বেঁচে বললেন ইমরান