নিউইয়র্ক, 7 ডিসেম্বর: ইউক্রেনের প্রেসিডেন্ট (President of Ukraine) ভলোদেমির জেলেনস্কিকে (Volodymyr Zelenskyy) অনন্য সম্মান জ্ঞাপন ৷ তাঁকে বিশ্বের বর্ষসেরা ব্যক্তির শিরোপা দিল টাইম (Time) পত্রিকা ৷ জেলেনস্কি হলেন টাইম পত্রিকার চলতি বছরের (2022) 'পার্সন অফ দ্যা ইয়ার' (Person of the Year) ৷ প্রাথমিকভাবে জানা গিয়েছে, ইউক্রেনের প্রেসিডেন্টের পাশাপাশি 'দ্য স্পিরিট অফ ইউক্রেন'কেও একই খেতাবে সম্মানিত করা হয়েছে ৷
প্রসঙ্গত, প্রতি বছরই বিশ্ববিখ্য়াত মার্কিন পত্রিকা টাইমের পক্ষ থেকে বর্ষসেরা ব্যক্তিদের নির্বাচন করা হয় ৷ এক্ষেত্রে সেই ব্যক্তিকেই সম্মানিত করা হয়, যিনি শেষ 12 মাসে সারা বিশ্বে সবথেকে বেশি প্রভাব ফেলেছেন ৷ উল্লেখ্য, এর আগে পত্রিকার পক্ষ থেকে বলা হয়েছিল, "যিনি খবর এবং আমাদের জীবনকে সবথেকে বেশি প্রভাবিত করেছেন, আমাদের ভালোর জন্য, অথবা আমাদের খারাপের জন্য" তাঁকেই 'পার্সন অফ দ্য ইয়ার' ঘোষণা করা হবে ৷