পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

Work Permit in Canada: কানাডায় ঘুরতে এসে চাকরির অফার ? প্রয়োজন নেই দেশে ফেরার ! - কানাডায় ওয়ার্ক পারমিট

কানাডায় 'ওয়ার্ক পারমিট' (Work Permit in Canada) পাওয়া আরও সহজ হল ! কোভিড পরবর্তী সময়ে এক্ষেত্রে কী কী পরিবর্তন আনল দেশের সরকার ?

visitors can apply for a Work Permit in Canada without leaving the country
প্রতীকী ছবি

By

Published : Mar 2, 2023, 12:35 PM IST

টরোন্টো, 2 মার্চ:ধরুন আপনি কানাডায় বেড়াতে এলেন ৷ আর এদেশে থাকতে থাকতেই পেয়ে গেলেন একটি ভালো চাকরির 'অফার' ! তাহলে কি সেই চাকরিতে যোগ দিতে আপনাকে স্বদেশে ফিরে গিয়ে নতুন করে 'ওয়ার্ক পারমিট' নিয়ে ফের আসতে হবে কানাডায় ? না ৷ তেমন কিছুই আর করতে হবে না ৷ কারণ, এক্ষেত্রে কানাডায় থাকতে থাকতেই আপনি 'ওয়ার্ক পারমিট'-এর আবেদন জানাতে পারবেন এবং তা অনুমোদনও করা হবে (Work Permit in Canada) ৷ এমনটাই ঘোষণা করেছে দেশের সরকার ৷ 'ইমিগ্রেশন, রিফিউজিস অ্যান্ড সিটিজেনশিপ কানাডা'র (আইআরসিসি) পক্ষ থেকে একথা জানানো হয়েছে ৷

কোভিড পরবর্তী সময়ে বিদেশিদের 'ওয়ার্ক পারমিট' দেওয়ার ক্ষেত্রে সাময়িকভাবে কিছু নীতি নির্ধারণ ও কার্যকর করা হয়েছিল ৷ সেই নীতির সময়সীমা শেষ হচ্ছে বৃহস্পতিবার, অর্থাৎ 2 মার্চ, 2023 ৷ এই প্রেক্ষাপটে সংশ্লিষ্ট নিয়মটির মেয়াদ আগামী 2 বছরের জন্য বাড়ানো হয়েছে ৷ এই নিয়মের আওতায় আরও কিছু সুযোগ, সুবিধা পাবেন বিদেশি নাগরিকরা ৷ গত 12 মাসের মধ্যে যেসব বিদেশির কাছে কানাডায় চাকরি করার বৈধ অনুমতি ছিল, তাঁরা আবেদন জানালে সেই 'ওয়ার্ক পারমিট'-এর মেয়াদও বাড়িয়ে দেওয়া হবে ৷ এই সুবিধা বলবৎ থাকবে 2025 সালের 28 ফেব্রুয়ারি পর্যন্ত ৷ আসলে কানাডার সংস্থাগুলিতে যাতে কাজ করার লোক পেতে কোনও সমস্য়া তৈরি না হয়, তার জন্যই এই বন্দোবস্ত করা হয়েছে ৷ তবে, এই নীতি বা 'পলিসি' কোনও স্থায়ী ব্যবস্থাপনা নয় ৷

আরও পড়ুন:'যতই কালো হোক, আমেরিকার অতীত মুছে ফেলা যাবে না': জো বাইডেন

এক্ষেত্রে বলে রাখা দরকার, এতদিন কানাডায় চাকরি করার অনুমতি পেতে গেলে যে নিয়ম ছিল, তা কিছুটা কঠোর ৷ কানাডায় পৌঁছনোর আগেই সংশ্লিষ্ট ব্যক্তিকে 'ওয়ার্ক পারমিট'-এর জন্য আবেদন জানাতে হত ৷ সেই আবেদন গ্রাহ্য হলে তবেই উত্তর আমেরিকার এই দেশে এসে কাজ করার সুযোগ পেতেন বিদেশি নাগরিকরা ৷ আর যদি কানাডায় বেড়াতে এসে কেউ চাকরির 'অফার' পেতেন, তাহলে তাঁকে প্রথমে কানাডার বাইরে যেতে হত ৷ তারপর 'ওয়ার্ক পারমিট'-এর জন্য আবেদন করতে হত ৷ সেই আবেদন গ্রাহ্য হলে একমাত্র তবেই কানাডায় এসে চাকরি করার ছাড়পত্র পেতেন তিনি ৷

ABOUT THE AUTHOR

...view details