লিসবন, 12 সেপ্টেম্বর: গ্রামের সরু রাস্তা দিয়ে যেন নদী বইছে ৷ তবে রং লালচে ৷ জল নয়, রেড ওয়াইনের স্রোত বয়ে চলেছে ৷ রাস্তায় স্বাভাবিক ভাবেই কেউ নেই ৷ আশপাশ থেকে এলাকার বাসিন্দারা উঁকি মেরে সেই দৃশ্য দেখছেন ৷ এমন বিরল দৃশ্যের ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে ৷
রবিবার ঘটনাটি ঘটেছে পর্তুগালে ৷ সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, একটি ওয়াইন তৈরির কারখানায় বড়সড়ো দুর্ঘটনা ঘটেছে ৷ তারই ফল এই স্রোতস্বিনী রেড ওয়াইনের ধারা ৷ নিউইয়র্ক পোস্ট অনুযায়ী, ছোট্ট পর্তুগিজ শহর সাও লরেনসো ডি বারিও-তে আচমকা 600 হাজার গ্যালন রেড ওয়াইনের ট্যাঙ্ক ফেটে গিয়েছে ৷ তার ফলে সেই বিপুল পরিমাণ মদ্য পর্তুগালের শহরতলির গ্রাম্য় রাস্তা ভাসিয়ে দিয়েছে ৷ এলাকায় প্রায় 2 হাজার মানুষ বসবাস করে ৷
নেটিজেনরা এই দৃশ্য ভিডিয়ো করার সুযোগ কোনওভাবে হাতছাড়া করেননি ৷ মাসিমো তাদের এক্সে (টুইটার) বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক, নানা ধরনের ভিডিয়ো পোস্ট করে থাকে ৷ তারা তাদের এক্সে এর একটি ভিডিয়ো পোস্ট করেছে ৷ তারা লিখেছে, "একটি অন্য ধরনের বন্যা ৷ রেড ওয়াইনের নদী বইছে সাও লরেন্সো ডি বারিওর রাস্তা দিয়ে ৷ পর্তুগালের এই এলাকায় একটি স্থানীয় ওয়াইন কারাখানায় 2.2 মিলিয়ন লিটারের (22 লক্ষ) ট্যাঙ্ক ফেটে গিয়েছে ৷ আনাদিয়া ফায়ার ডিপার্টমেন্ট এর গতিমুখ একটি মাঠের দিকে ঘুরিয়ে দিয়েছে ৷"