রোহতক, 10 অক্টোবর: প্রয়াত কম্যান্ডার ইন্দর সিং ৷ 1971 সালে ভারত-পাকিস্তান যুদ্ধে তাঁর অবদানের জন্য তিনি স্মরণীয় ৷ সোমবার রাতে হরিয়ানার রোহতকের নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অবসরপ্রাপ্ত এই লেফটেন্যান্ট কম্যান্ডার ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 99 বছর ৷ মঙ্গলবার, তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানা গিয়েছে ৷
1971 সালে ভারত-পাকিস্তান যুদ্ধের সময় ইন্দর সিং আইএনএস রাজপুতের কম্যান্ডার পদে কর্মরত ছিলেন ৷ এই যুদ্ধে আইএনএস রাজপুত পাকিস্তানের সাবমেরিন গাজি ডুবিয়ে দিয়েছিল ৷ আইএনএস বিক্রান্তকে ডুবিয়ে ধ্বংস করতে এই গাজিকে পাঠিয়েছিল পাকিস্তান ৷ ভারত-পাক যুদ্ধের আগে 1965 সালে এই যুদ্ধজাহাজটি পাকিস্তানকে দিয়েছিল আমেরিকা ৷ পাকিস্তান এর নাম রাখে গাজি ৷ 1971 সালের এই যুদ্ধ নিয়ে কম্যান্ডার ইন্দর সিং তাঁর অভিজ্ঞতার কথা জানিয়েছিলেন ৷
তিনি জানিয়েছিলেন, যুদ্ধ শুরু হলে তিনি বিশাখাপত্তনম বন্দর থেকে আইএনএস রাজপুত যুদ্ধজাহাজ নিয়ে সমুদ্রপথে রওনা দেন ৷ স্বভাবতই এমন সময় সমুদ্রের চারদিকে কড়া নজরদারি চালাচ্ছিল ভারতীয় নৌ সেনা ৷ হঠাৎ নৌবাহিনীর অত্যাধুনিক যন্ত্রে ধরা পড়ে, সমুদ্রে একটা কিছু নড়াচড়া করছে ৷ সেটা পাকিস্তানে সাবমেরিন গাজি ৷ ভারতীয় যুদ্ধজাহাজ বিক্রান্তকে ধ্বংস করতে পাকিস্তান ডুবোজাহাজটি পাঠিয়েছে ৷