পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

US EAD Cards: মার্কিন মুলুকে চাকরির পথ সুগম! সময়সীমা নিয়ে বড় সিদ্ধান্ত বাইডেন প্রশাসনের - এমপ্লয়মেন্ট অথরাইজেশন কার্ড

আমেরিকায় কাজের পথ আরও সুগম হল ৷ এমপ্লয়মেন্ট অথরাইজেশন কার্ডের সময়সীমা 5 বছর বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা ৷

ETV Bharat
আমেরিকার নাগরিকত্ব

By ETV Bharat Bangla Team

Published : Oct 13, 2023, 12:16 PM IST

Updated : Oct 13, 2023, 12:57 PM IST

ওয়াশিংটন, 13 অক্টোবর: আমেরিকার বিভিন্ন সংস্থায় চাকরি করা এখন আরও সহজ ৷ বাইডেন প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে, এখন থেকেএমপ্লয়মেন্ট অথরাইজেশন কার্ডের সময়সীমা বেড়ে হবে 5 বছর ৷ বহু ভারতীয় কর্মসূত্রে আমেরিকায় রয়েছেন ৷ তাঁদের কেউ কেউ অভিবাসন ক্যাটাগরির অন্তর্ভুক্ত নন ৷ অনেকে সেখানে গিয়ে গ্রিন কার্ডের আবেদন করে অপেক্ষায় রয়েছেন ৷ তাঁদের জন্য বাইডেন প্রশাসনের সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বলেই মনে করা হচ্ছে।

এবার বাইডেন প্রশাসনের অভিবাসন বিভাগ জানিয়েছে, এমপ্লয়মেন্ট অথরাইজেশন ডকুমেন্টসের সময় সর্বোচ্চ 5 বছর পর্যন্ত বৃদ্ধি করা হচ্ছে ৷ পুনর্নবীকরণের ক্ষেত্রে আমেরিকার নাগরিক নন এমন ব্যক্তিদের প্রথমে এমপ্লয়মেন্ট অথরাইজেশনের জন্য আবেদন করতে হবে ৷

একটি সমীক্ষায় দেখা যাচ্ছে, 10.5 লক্ষেরও বেশি ভারতীয় চাকরির জন্য প্রয়োজনীয় গ্রিন কার্ডের আবেদন করেছেন ৷ এমনটা হতেই পারে যে, এর মধ্যে 4 লক্ষ আবেদনকারীর কোনও দিন গ্রিন কার্ড পেলেন না ৷ আর এই সবুজ কার্ডই আমেরিকার নাগরিকত্বের চাবি ৷ গ্রিন কার্ডের পোশাকি নাম পার্মানেন্ট রেসিডেন্ট কার্ড ৷ আমেরিকায় থাকা অভিবাসীদের এই কার্ড দেওয়া হয়। এই কার্ড না পাওয়া পর্যন্ত স্থায়ীভাবে মার্কিন মুলুকে বাস করা যায় না ৷ তাঁদের জন্য বাইডেন প্রশাসনের সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেই মনে করা হচ্ছে।

আমেরিকার ক্যাটো ইনস্টিটিউটের গবেষক ডেভিড জে বায়ার নিজের গবেষণায় দেখিয়েছেন, এই বছরে গ্রিন কার্ডের 18 লক্ষ আবেদন আটকে রয়েছে ৷ এই বিশাল সংখ্যক আটকে থাকা আবেদনের মধ্যে 11 লক্ষ আবেদনকারী ভারতীয়। এই সংখ্যাটি মোট আবেদনের 63 শতাংশ ৷ পাশাপাশি চিনের 14 শতাংশ আবেদন এখনও ছাড়পত্র পায়নি আমেরিকায় ৷ সেই সংখ্যাটা 2 লক্ষ 50 হাজার ৷

আরও পড়ুন: 'ইজরায়েলের উপর হামাসের হামলা হলোকাস্টের পুনরাবৃত্তি', বিস্ফোরক বাইডেন

Last Updated : Oct 13, 2023, 12:57 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details