পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

Kamala Harris on Russia Ukraine War: ইউক্রেনে মানবতার বিরুদ্ধে অপরাধ সংগঠিত করেছে রাশিয়া, দাবি হ্যারিসের - Fist Indian origin Vice President of USA

রাশিয়া ইউক্রেনের যুদ্ধ শুরু হয় প্রায় এক বছর আগে । এবার এই প্রসঙ্গে কড়া প্রতিক্রিয়া দিল আমেরিকা। মার্কিন উপরাষ্ট্রপতির মতে ইউক্রেনে রাশিয়া যা করেছে তা মানবতার বিরুদ্ধে অপরাধ (Kamala Harris said Russia committed crimes against humanity)

Kamala Harris on Russia Ukraine War
উপরাষ্ট্রপতি কমলা হ্যারিস

By

Published : Feb 19, 2023, 8:34 AM IST

Updated : Feb 20, 2023, 5:59 AM IST

মিউনিখ, 19 ফেব্রুয়ারি: রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে কড়া প্রতিক্রিয়া দিল আমেরিকা । উপরাষ্ট্রপতি কমলা হ্যারিসের মতে রাশিয়া ইউক্রেনে যা করেছে তা 'মানবতার বিরুদ্ধে অপরাধ'। সিএনএন-কে উধৃত করে একথাই জানিয়েছে সংবাদসংস্থা এএনআই। জার্মানির মিউনিখ শহরে শনিবার একটি সম্মেলনে যোগ দিয়ে একথা বলেন প্রথম ভারতীয় বংশোদ্ভূত মার্কিন উপরাষ্ট্রপতি (Fist Indian origin Vice President of USA) ।

তাঁর কথায়, "এটা নিয়ে আমার কোনও সন্দেহ নেই যে রাশিয়া ইউক্রেনে যা করেছে তা মানবতার বিরুদ্ধে অপরাধ"। এই অপরাধ সংঘঠিত করতে রাশিয়াকে যারা সাহায্য করেছে তারাও দায় এড়িয়ে যেতে পারবে না বলে মনে করেন হ্যারিস । আজ থেকে এক বছর আগে 24 ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। সেই থেকেই যুদ্ধ চলছে। কখনও পরিস্থিতি একটু নিয়ন্ত্রণে আসে, কখনও ঘটে উলটোটা। ইতিমধ্যে প্রাণ গিয়েছে বহু মানুষের। আন্তর্জাতিক মঞ্চে সমালোচনাার মুখেও পড়েছে রাশিয়া । তবু থামেনি যুদ্ধ। এই দীর্ঘ সময় ধরে নিরস্ত্র মানুষের মৃত্যু দেখছে বিশ্ব ।

যুদ্ধের একবছরে ইউক্রেনের সর্বভৌমত্ব রক্ষা-সহ এই প্রশ্নে বিভিন্ন দেশকে ঐক্যবদ্ধ রাখতে চেষ্টা চালিয়ে যাচ্ছে আমেরিকা । সেই প্রয়াসেরই অংশ হিসেবে মিউনিখ শহরে সভা করেন হ্যারিস । নিজের ভাষণে রাশিয়ার বিরুদ্ধে বেশ কিছু 'প্রমাণ' দাখিল করেন উপরাষ্ট্রপতি । তিনি জানান, কোনওরকম প্ররোচনাই ছাড়াই একটি সভ্য সমাজে বসবাসকারী সাধারণ মানুষের হামলা চালায় রাশিয়া। একইসঙ্গে সমানতালে খুন থেকে শুরু করে ধর্ষণের মতো ঘটনা ঘটে চলেছে এই দীর্ঘ সময় ধরে। বহু শিশুকে তাদের অভিভাবকদের থেকে আলাদা করে দিয়েছে রুশ সামরিক বাহিনী । তাদের হামলার থেকে হাসপাতালও রক্ষা পায়নি। সেই হামলায় প্রাণ গিয়েছে গভর্বতী মায়েরও। এই ধরনের একাধিক ঘটনার কথা উল্লেখ করে তাঁর দাবি, "প্রতিটি ঘটনাকে বিশ্লেষণ করার পর আমার মনে কোনও সন্দেহ নেই যে রুশ সামরিক বাহিনী এবং তাদের সহযোগিরা ইউক্রেনে যা করেছে তা মানবতার বিরুদ্ধে অপরাধ।"

আরও পড়ুন: 2024-এ ফের মার্কিন ভাইস প্রেসিডেন্টের দৌড়ে থাকবেন কমলা : বাইডেন

Last Updated : Feb 20, 2023, 5:59 AM IST

ABOUT THE AUTHOR

...view details