মিউনিখ, 19 ফেব্রুয়ারি: রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে কড়া প্রতিক্রিয়া দিল আমেরিকা । উপরাষ্ট্রপতি কমলা হ্যারিসের মতে রাশিয়া ইউক্রেনে যা করেছে তা 'মানবতার বিরুদ্ধে অপরাধ'। সিএনএন-কে উধৃত করে একথাই জানিয়েছে সংবাদসংস্থা এএনআই। জার্মানির মিউনিখ শহরে শনিবার একটি সম্মেলনে যোগ দিয়ে একথা বলেন প্রথম ভারতীয় বংশোদ্ভূত মার্কিন উপরাষ্ট্রপতি (Fist Indian origin Vice President of USA) ।
তাঁর কথায়, "এটা নিয়ে আমার কোনও সন্দেহ নেই যে রাশিয়া ইউক্রেনে যা করেছে তা মানবতার বিরুদ্ধে অপরাধ"। এই অপরাধ সংঘঠিত করতে রাশিয়াকে যারা সাহায্য করেছে তারাও দায় এড়িয়ে যেতে পারবে না বলে মনে করেন হ্যারিস । আজ থেকে এক বছর আগে 24 ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। সেই থেকেই যুদ্ধ চলছে। কখনও পরিস্থিতি একটু নিয়ন্ত্রণে আসে, কখনও ঘটে উলটোটা। ইতিমধ্যে প্রাণ গিয়েছে বহু মানুষের। আন্তর্জাতিক মঞ্চে সমালোচনাার মুখেও পড়েছে রাশিয়া । তবু থামেনি যুদ্ধ। এই দীর্ঘ সময় ধরে নিরস্ত্র মানুষের মৃত্যু দেখছে বিশ্ব ।