পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

US Unmanned Space Plane: মহাকাশে রেকর্ড গড়ে মাটি ছুঁল মার্কিন মানবহীন মহাকাশ বিমান - মহাকাশযান

শনিবার নাসা (NASA)-এর কেনেডি স্পেস সেন্টারে (Kennedy Space Center) অবতরণ করে একটি মার্কিন মানবহীন মহাকাশ বিমান (US Unmanned Space Plane) ৷ মহাকাশে মোট 908 দিন কাটিয়ে নয়া রেকর্ড গড়েছে এই যান ৷

US Unmanned Space Plane landed at Kennedy Space Center after spending 2 Years 6 Months in Orbit
US Unmanned Space Plane: মহাকাশে রেকর্ড গড়ে মাটি ছুঁল মার্কিন মানবহীন মহাকাশ বিমান

By

Published : Nov 13, 2022, 5:06 PM IST

ওয়াশিংটন, 13 নভেম্বর:মহাশূন্যে রেকর্ড গড়ে পৃথিবীতে ফিরল একটি মার্কিন মানবহীন মহাকাশ বিমান (US Unmanned Space Plane) ৷ শনিবার মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা (NASA)-এর কেনেডি স্পেস সেন্টারে (Kennedy Space Center) এই বিমানটি অবতরণ করে ৷ তার আগে মহাকাশে নিজের কক্ষপথে (Orbit) টানা আড়াই বছর কাটিয়েছে সেটি ৷ যা নয়া রেকর্ড বলেই জানিয়েছে সংশ্লিষ্ট মহল ৷

নাসা-এর পক্ষ থেকে জানানো হয়েছে, সৌরশক্তি চালিত এই মানবহীন মহাকাশ বিমানটি দেখতে মহাকাশযানের (Spacecraft) মতো হলেও আকারে তার তুলনায় অনেক ছোট ৷ এটির দৈর্ঘ্য 29 ফুট বা 9 মিটার ৷ নিজের কক্ষপথে এই বিমানের শেষ পাঁচটি অভিযান সম্পন্ন করতে লেগেছে 224তম দিন থেকে 780তম দিন ৷ পৃথিবীর মাটি ছোঁয়ার আগে বিমানটি মহাকাশে মোট 908 দিন কাটিয়েছে ৷ এর আগে কোনও মানবহীন মহাকাশ বিমান এত দিন পর্যন্ত মহাকাশে থাকেনি ৷ সংশ্লিষ্ট মানবহীন মহাকাশ বিমান তার আড়াই বছরের অভিযানে মার্কিন নৌ গবেষণাগার, মার্কিন বায়ুসেনা অ্য়াকাডেমি-সহ অন্যান্য সংস্থার জন্য পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছে ৷

আরও পড়ুন:সৌরজগতের অনেক রহস্য ফাঁস করবে 'পিলার্স অফ ক্রিয়েশন' !

নাসা-এর পক্ষ থেকে আরও জানানো হয়েছে, সব মিলিয়ে এই মানবহীন মহাকাশ বিমানটি মহাকাশে মোট ছ'টি অভিযান সম্পন্ন করেছে ৷ পুনরায় ব্যবহারযোগ্য এই বিমানটি সামগ্রিকভাবে 130 কোটি মাইলেরও বেশি পথ পাড়ি দিয়েছে এবং মোট 3 হাজার 774 দিন মহাকাশে কাটিয়েছে ৷ নিজের কক্ষপথে থাকাকালীন এই বিমান সরকার ও অংশীদার শিল্প সংস্থাগুলির জন্য বিভিন্ন গবেষণা পরিচালনা করেছে ৷

সংশ্লিষ্ট মহাকাশ অভিযান প্রকল্পের দায়িত্বে থাকা জেনারেল চান্স সল্টজম্যান এই প্রসঙ্গে বলেন, "মহাকাশে আরও ভালো অন্বেষণ চালানোই ছিল এই বিমানের প্রধান দায়িত্ব ৷ এছাড়াও, ভবিষ্যতে যাতে আমাদের নভশ্চররা আরও কম খরচে মহাকাশে যাতায়াত করতে পারেন, সেই সংক্রান্ত তথ্য পেতেও এই অভিযান সাহায্য করবে ৷"

ABOUT THE AUTHOR

...view details