ওয়াশিংটন, 13 নভেম্বর:মহাশূন্যে রেকর্ড গড়ে পৃথিবীতে ফিরল একটি মার্কিন মানবহীন মহাকাশ বিমান (US Unmanned Space Plane) ৷ শনিবার মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা (NASA)-এর কেনেডি স্পেস সেন্টারে (Kennedy Space Center) এই বিমানটি অবতরণ করে ৷ তার আগে মহাকাশে নিজের কক্ষপথে (Orbit) টানা আড়াই বছর কাটিয়েছে সেটি ৷ যা নয়া রেকর্ড বলেই জানিয়েছে সংশ্লিষ্ট মহল ৷
নাসা-এর পক্ষ থেকে জানানো হয়েছে, সৌরশক্তি চালিত এই মানবহীন মহাকাশ বিমানটি দেখতে মহাকাশযানের (Spacecraft) মতো হলেও আকারে তার তুলনায় অনেক ছোট ৷ এটির দৈর্ঘ্য 29 ফুট বা 9 মিটার ৷ নিজের কক্ষপথে এই বিমানের শেষ পাঁচটি অভিযান সম্পন্ন করতে লেগেছে 224তম দিন থেকে 780তম দিন ৷ পৃথিবীর মাটি ছোঁয়ার আগে বিমানটি মহাকাশে মোট 908 দিন কাটিয়েছে ৷ এর আগে কোনও মানবহীন মহাকাশ বিমান এত দিন পর্যন্ত মহাকাশে থাকেনি ৷ সংশ্লিষ্ট মানবহীন মহাকাশ বিমান তার আড়াই বছরের অভিযানে মার্কিন নৌ গবেষণাগার, মার্কিন বায়ুসেনা অ্য়াকাডেমি-সহ অন্যান্য সংস্থার জন্য পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছে ৷