পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

US on Nijjar Murder Case: নিজ্জার হত্যা মামলার অপরাধীদের বিচারের আওতায় আনা হোক, মত মার্কিন যুক্তরাষ্ট্রের - কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো

US State Department on Canada Nijjar Case: কানাডা অভিযোগ করেছে যে ভারতীয় এজেন্ট খালিস্তানি বিচ্ছিন্নতাবাদী নিজ্জার হত্যার পিছনে ছিল এবং নয়াদিল্লি এই অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করেছে । এই নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে যে নিজ্জার হত্যাকাণ্ডে কানাডার তদন্ত অবশ্যই এগিয়ে যেতে হবে এবং অপরাধীদের বিচারের আওতায় আনতে হবে ।

US
US

By ETV Bharat Bangla Team

Published : Sep 26, 2023, 5:37 PM IST

ওয়াশিংটন, 26 সেপ্টেম্বর: মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়েছে যে শিখ বিচ্ছিন্নতাবাদী হরদীপ সিং নিজ্জার হত্যার বিষয়ে কানাডাকে তদন্ত অবশ্যই এগিয়ে যেতে হবে এবং অপরাধীদের বিচারের আওতায় আনতে হবে । উল্লেখ্য, কানাডা অভিযোগ করেছে যে নিজ্জার হত্যার পেছনে ভারতীয় এজেন্টদের হাত রয়েছে । নয়াদিল্লি এই অভিযোগকে ভিত্তিহীন বলে দৃঢ়ভাবে অস্বীকার করেছে ।

মার্কিন বিদেশ দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার তাঁর দৈনিক সংবাদিক বৈঠকে বলেন, "(কানাডিয়ান) প্রধানমন্ত্রী (জাস্টিন) ট্রুডোর উদ্ধৃত অভিযোগে আমরা গভীরভাবে উদ্বিগ্ন । আমরা আমাদের কানাডিয়ান অংশীদারদের সঙ্গে নিবিড়ভাবে যোগাযোগ রাখছি ।"

পিটিআইয়ের একটি রিপোর্ট অনুসারে মিলার এক প্রশ্নের জবাবে বলেন, "আমরা বিশ্বাস করি যে কানাডার তদন্ত এগিয়ে যাওয়া এবং অপরাধীদের বিচারের আওতায় আনা খুবই গুরুত্বপূর্ণ । এবং আমরা কানাডার তদন্তে সহযোগিতা করার জন্য ভারত সরকারকে প্রকাশ্যে এবং ব্যক্তিগতভাবে অনুরোধ করেছি ।"

এদিকে, কানাডা সম্প্রতি তাদের ভ্রমণ সংক্রান্ত নির্দেশিকায় কিছু বদল এনেছে ৷ ভারতে তাদের নাগরিকদের শিখ বিচ্ছিন্নতাবাদী নিজ্জার হত্যাকে ঘিরে সাম্প্রতিক ঘটনাবলীর প্রেক্ষাপটে সতর্কতা অবলম্বন করতে বলেছে । উল্লেখ্য, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো গত 18 জুন ব্রিটিশ কলাম্বিয়ায় 45 বছর বয়সী নিজ্জারের হত্যাকাণ্ডে ভারতীয় এজেন্টদের জড়িত থাকার বিস্ফোরক অভিযোগ করার পর থেকেই ভারত ও কানাডার মধ্যে সম্পর্কের উত্তাপ বৃদ্ধি পেয়েছে ৷

কানাডা এর আগে এই ইস্যুতে ভারতের এক শীর্ষ কূটনীতিককে সেদেশ থেকে বহিষ্কার করেছিল ৷ ভারত অবশ্য কানাডার বিরুদ্ধে একাধিক পদক্ষেপ করেছে ৷ কানাডার এক কূটনীতিককে নয়াদিল্লিতে বহিষ্কার করা হয়েছে ৷ কানাডার নাগরিকদের জন্য ভিসা না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ এছাড়া অনেক আগেই কানাডায় যে ভারতীয়রা রয়েছেন, তাঁদেরও সতর্ক থাকতে বলেছে ভারত সরকার ৷

অন্যদিকে, কানাডার অভিযোগের পরিপ্রেক্ষিতে ভারতের প্রতি সমর্থন প্রকাশ করেছে শ্রীলঙ্কা । ভারতে শ্রীলঙ্কার হাইকমিশনার মিলিন্ডা মোরাগোদা ভারতকে তাঁর সমর্থনের কথা জানিয়েছেন ৷ তিনি জানিয়েছেন যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে কলম্বো জিরো টলারেন্স নীতি নিয়ে চলে ৷

আরও পড়ুন:ভারত-কানাডা দুই দেশের কথাই ভাবে আমেরিকা, মন্তব্য মার্কিন রাষ্ট্রদূতের

ABOUT THE AUTHOR

...view details