ওয়াশিংটন, 20 সেপ্টেম্বর: খালিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জরের হত্যা নিয়ে ভারত ও কানাডার মধ্যে তৈরি হওয়া টানাপোড়েনে আমেরিকার প্রবেশ করা উচিত নয় বলে মনে করেন মার্কিন বিশেষজ্ঞরা ৷ সংবাদ সংস্থা পিটিআই-এর খবর অনুযায়ী, মার্কিন যুক্তরাষ্ট্রে হাডসন ইনস্টিটিউট থিংক-ট্যাংকের একটি প্যানেলের চর্চায় মাইকেল রুবিন নামে এক বিদেশনীতি বিশেষজ্ঞ এই মন্তব্য করেন ৷ তিনি বিষয়টিতে জাস্টিন ট্রুডোর বিরুদ্ধে পাকিস্তানের হাতের পুতুল হিসেবে কাজ করার অভিযোগও তুলেছেন ৷
ওই মার্কিন বিশেষজ্ঞের মতে, "ট্রুডো এমন লোকজনের হাতের পুতুল হয়ে গিয়েছেন, যাঁরা খালিস্তানি আন্দোলনকে অহংকার করার মতো বিষয় হিসেবে দেখছেন। পাশাপাশি, এই আন্দোলনের জেরে তাঁদের কী লাভ হতে পারে সেই হিসেবও করছেন ৷" আর জাস্টিন ট্রুডোর খালিস্তানি জঙ্গির মৃত্যু নিয়ে ভারতের নিন্দার নেপথ্যে পাকিস্তানের যোগ খুঁজে পাচ্ছেন ওই বিদেশনীতি বিশেষজ্ঞ ৷
মাইকেল রুবিন বলেন, "ট্রুডোর নির্লজ্জ ও নিষ্ঠুর পদক্ষেপ সংক্রান্ত বিবৃতি সম্পর্কে একটা জিনিস লক্ষণীয় ৷ আর তা হল, তাঁর এই বিবৃতি ঠিক করিমা বালুচ হত্যাকাণ্ডের সময় এসেছে ৷ সেই ঘটনায় পাকিস্তানের যোগ থাকার অভিযোগ উঠেছে ৷ অথচ বিষয়টি প্রধানমন্ত্রীর দফতরে না তুলে, তা একটি পুলিশি তদন্তের বিষয় বলে চালিয়ে দেওয়া হয়েছে ৷’’