ওয়াশিংটন, 18 সেপ্টেম্বর: দুর্ঘটনার কবলে পড়েছিল যুদ্ধবিমান ৷ বিষয়টি টের পেতেই প্রাণ বাঁচাতে নিরাপদে বেরিয়ে গিয়েছিলেন পাইলট ৷ কিন্তু তারপরই রবিবার বিকেল থেকে নিখোঁজ হয়ে যায় এফ-35 এর একটি যুদ্ধবিমান ৷ ফক্স নিউজ জানিয়েছে, এই ঘটনার পর মার্কিন সামরিক কর্মকর্তারা নিখোঁজ হয়ে যাওয়া যুদ্ধবিমানটির খোঁজ করছেন ৷
জয়েন্টবেস চার্লসটন ফেসবুকে বলেছেন যে, বিমানটি মেরিন কর্পস এয়ারস্টেশন বিউফোর্টের অন্তর্গত লকহিড মার্টিন এফ-35 লাইটনিং ৷ পাইলট নিরাপদে বের হয়ে যান ৷ এরপর তাঁকে স্থানীয় মেডিক্যাল সেন্টারে নিয়ে যাওয়া হয় ৷ ফক্স নিউজ জানিয়েছে, মেরিন কর্পস এয়ার স্টেশন বিউফোর্টের সঙ্গে নিখোঁজ বিমানের সন্ধানে সহায়তা করার জন্য কাজ করছে ৷ যুদ্ধবিমানটিকে খুঁজে বের করতে ইমার্জেন্সি রেসপন্স টিম মোতায়েন করা হয়েছে ৷
আরও পড়ুন : বন্যায় প্লাবিত লিবিয়ায় এখনও নিখোঁজ 11 হাজারের উপর মানুষ, দেরনা শহরে বন্ধ প্রবেশাধিকার