পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

US Changes Work Visa Rules: চাকরির ক্ষেত্রে ভিসা-নীতিতে বদল মার্কিন যুক্তরাষ্ট্রের - ভিসানীতিতে বদল মার্কিন যুক্তরাষ্ট্রের

L1 Foreign Work Visa: ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস বা ইউএসসিআইএস তাদের সর্বশেষ নীতি নির্দেশিকাতে স্পষ্ট করেছে যে একটি একক মালিকানাধীন সংস্থা তার মালিকের পক্ষে এল-1 ভিসায় বিদেশি কর্মী নিয়োগের আবেদন করতে পারবে না ৷ কারণ, এক্ষেত্রে সংস্থা ও মালিকের মধ্যে কোনও আলাদা কোনও আইনি সত্ত্বা নেই ৷

US Changes Work Visa Rules
US Changes Work Visa Rules

By ETV Bharat Bangla Team

Published : Oct 21, 2023, 8:38 AM IST

ওয়াশিংটন, 21 অক্টোবর: যে সমস্ত সংস্থায় একজনই মালিক, তাঁদের সংস্থায় এল-1 ভিসা নিয়ে কোনও বিদেশি নাগরিককে কাজ করাতে পারবে না ৷ শুক্রবার মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে এই কথা জানানো হয়েছে ৷ ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস (ইউএসসিআইএস), তাদের সর্বশেষ গাইডলাইনে এই বিষয়টি স্পষ্ট করে দিয়েছে ৷

তারা জানিয়েছে একক মালিকানাধীন সংস্থা তার মালিকের পক্ষে পিটিশনও দায়ের করতে পারে না । কেন এই নির্দেশ, সেই ব্যাখ্যাও দিয়েছে ইউএসসিআইএস৷ তারা জানিয়েছে, একক মালিকানাধীন সংস্থা ও এর মালিকের মধ্যে আলাদা কোনও সত্ত্বা নেই ৷ সেই কারণে এল-1 ভিসা নিয়ে কোনও বিদেশি নাগরিক কাজ করতে পারবেন না ৷

শুক্রবার এই গাইডলাইন প্রকাশিত হয় ৷ সেখানে আরও জানানো হয় যে কর্পোরেশন জাতীয় সংস্থা বা একক মালিকের অধীনে থাকা লিমিটেড লায়াবিলিটি কোম্পানিও নির্দেশের আওতার বাইরে ৷ কারণ, এই ধরনের সংস্থাগুলির সঙ্গে তাদের মালিকের আলাদা আইন সত্ত্বা থাকে ৷

ইউএসসিআইএস একাধিক পিটিশন সংক্রান্ত নির্দেশিকাও স্পষ্ট করেছে । আন্তর্জাতিক সংস্থাগুলি পিটিশনে নাম দেওয়া সমস্ত স্বতন্ত্র সত্ত্বার পক্ষে একাধিক এল-1 পিটিশন ফাইল করে ৷ ইউএসসিআইএস তার নয়া গাইডলাইনে স্পষ্ট করেছে যে সময়মতো ব্ল্যাঙ্কেট পিটিশনের একটি এক্সটেনশন ফাইল করতে ব্যর্থতা অন্য একটি ব্ল্যাঙ্কেট পিটিশন দাখিল করার আগে 3 বছরের অপেক্ষা করতে হবে না ৷

এল-1 অ-অভিবাসী ভিসা মার্কিন নিয়োগকর্তাদের অস্থায়ীভাবে কর্মচারীদের বিদেশী অফিস মার্কিন যুক্তরাষ্ট্রে স্থানান্তর করার পারে । কিন্তু এখন থেকে একক মালিকাধীন সংস্থাগুলিকে সেই অনুমতি দেওয়া হবে না ৷ শুক্রবার ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস-এর তরফে প্রকাশ করা সর্বশেষ গাইডলাইনেও নয়া এই নিয়মের কথা জানানো হল ৷

আরও পড়ুন:ভিসা থাকা সত্ত্বেও কেন ভারতীয় পড়ুয়াদের ফেরত পাঠাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র

ABOUT THE AUTHOR

...view details