নিউইয়র্ক, 19 সেপ্টেম্বর: 2024 সালে দ্বিতীয়বারের জন্য তিনি প্রেসিডেন্ট হিসেবে লড়াইয়ে নামবেন কিনা, তা এখনও ঠিক করেননি জো বাইডেন (US President Joe Biden) ৷ এক মার্কিন সংবাদ মাধ্যমকে এমনটাই জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ৷ তবে তাঁর ইচ্ছে আছে পুনর্নির্বাচিত হওয়ার ৷ কিন্তু, তিনি আবারও রাষ্ট্রপতি হবেন কি না তা আগামী দিনের উপর নির্ভর করছে বলে তিনি জানান ।
শুধু তাই নয়, বাইডেন অভিযোগ করেছেন, মার-এ-লাগো এস্টেট সংক্রান্ত গোপন নথির সংবেদনশীল তথ্য নিয়ে আপোস করেছিলেন প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) ৷ যে বিষয়টি কে দায়িত্বজ্ঞানহীনতা বলে সমালোচনা করেছেন বাইডেন ৷ সংবাদ মাধ্যমে খুব কম কথা বলা বাইডেন মার্কিন যুক্তরাষ্ট্রের একটি সংবাদ মাধ্যমে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন ৷ সেটিই স্থানীয় সময় রবিবার সম্প্রচারিত হয় ৷ সেখানেই বাইডেন তাঁর দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়া এবং ট্রাম্পের বিরুদ্ধে গোপনীয় নথি নিয়ে দায়িত্বজ্ঞানহীন কাজ করার বিষয়টি তুলে ধরেন ৷