পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

Joe Biden: 2024এ দ্বিতীয়বার প্রেসিডেন্ট নির্বাচনে লড়বেন কিনা নিশ্চিত নন জো বাইডেন

দ্বিতীয়বারের জন্য প্রেসিডেন্ট নির্বাচনে লড়বেন কিনা নিশ্চিত নন জো বাইডেন (US President Joe Biden) ৷ একটি মার্কিন সংবাদ মাধ্যমে সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন ৷

US President Joe Biden tells Yet to Decide Whether Seek A Second Term in 2024
US President Joe Biden tells Yet to Decide Whether Seek A Second Term in 2024

By

Published : Sep 19, 2022, 10:34 AM IST

নিউইয়র্ক, 19 সেপ্টেম্বর: 2024 সালে দ্বিতীয়বারের জন্য তিনি প্রেসিডেন্ট হিসেবে লড়াইয়ে নামবেন কিনা, তা এখনও ঠিক করেননি জো বাইডেন (US President Joe Biden) ৷ এক মার্কিন সংবাদ মাধ্যমকে এমনটাই জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ৷ তবে তাঁর ইচ্ছে আছে পুনর্নির্বাচিত হওয়ার ৷ কিন্তু, তিনি আবারও রাষ্ট্রপতি হবেন কি না তা আগামী দিনের উপর নির্ভর করছে বলে তিনি জানান ।

শুধু তাই নয়, বাইডেন অভিযোগ করেছেন, মার-এ-লাগো এস্টেট সংক্রান্ত গোপন নথির সংবেদনশীল তথ্য নিয়ে আপোস করেছিলেন প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) ৷ যে বিষয়টি কে দায়িত্বজ্ঞানহীনতা বলে সমালোচনা করেছেন বাইডেন ৷ সংবাদ মাধ্যমে খুব কম কথা বলা বাইডেন মার্কিন যুক্তরাষ্ট্রের একটি সংবাদ মাধ্যমে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন ৷ সেটিই স্থানীয় সময় রবিবার সম্প্রচারিত হয় ৷ সেখানেই বাইডেন তাঁর দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়া এবং ট্রাম্পের বিরুদ্ধে গোপনীয় নথি নিয়ে দায়িত্বজ্ঞানহীন কাজ করার বিষয়টি তুলে ধরেন ৷

বাইডেন জানিয়েছেন, হোয়াইট হাউস থেকে ওয়াশিংটনের ক্লাসিফায়েড নিথ বের করে নিয়ে যাওয়া হয়েছে ৷ আর এই বিষয়টি তিনি প্রথমবার শুনে বিস্মিত হয়েছিলেন ৷ তাঁর কথায়, ‘‘কীভাবে একজন ব্যক্তি এতটা দায়িত্বজ্ঞানহীন হতে পারে ৷ বিষয়টি নিয়ে এফবিআই জানিয়েছে, তাঁরা প্রায় 11 হাজার নথি একটি স্টোররুম ও একটি অফিস থেকে উদ্ধার করেছেন ৷ যার মধ্যে প্রায় 100টি মার্কিন যুক্তরাষ্ট্রের ক্লাসিফায়েড নথি ৷ প্রসঙ্গত, গত 8 অগস্ট মার্কিন আদালতের নির্দেশে তল্লাশি চালিয়ে এই নথিগুলি উদ্ধার হয়েছে ৷

আরও পড়ুন:বাকিংহাম প্যালেসে রাষ্ট্রপতির সঙ্গে রাজা তৃতীয় চার্লসের দেখা হল

প্রসঙ্গত, বিষয়টি সামনে আসার কয়েক সপ্তাহ পরে ট্রাম্পের আইনজীবীরা আদলতের দ্বারস্থ হন ৷ তাঁরা আবেদন করেন, উদ্ধার হওয়া নথিগুলির সঠিক পর্যালোচনা করা হোক , নিরপেক্ষতার সঙ্গে গোটা বিষয়টি সম্পন্ন হোক ।

ABOUT THE AUTHOR

...view details