ওয়াশিংটন, 24 ডিসেম্বর: ভারতীয়-আমেরিকান আইনজীবী রিচার্ড ভার্মাকে স্টেট ডিপার্টমেন্টের শীর্ষ কূটনীতিক পদে মনোনীত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (US President Joe Biden Nominates Richard Verma as Deputy Secretary of State) ৷ 54 বছরের রিচার্ড ভার্মা মার্কিন রাষ্ট্রদূত হিসেবে ভারতে কাজ করেছেন ৷ 2015 সালের 16 জানুয়ারি থেকে 2017-র 20 জানুয়ারি, 2 বছর তিনি ভারতে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে কাজ করে গিয়েছেন ৷ বর্তমানে তিনি মাস্টারকার্ডের মুখ্য আইনি পরামর্শদাতা এবং গ্লোবাল পাবলিক পলিসি বিভাগের প্রধান হিসেবে কাজ করছেন ৷
মার্কিন সেনেট রিচার্ড ভার্মাকে স্টেট ডিপার্টমেন্টের শীর্ষ কূটনীতিক পদে মনোনীত করার বিষয়টি নিশ্চিত করেছে ৷ তিনি ম্যানেজমেন্ট অ্যান্ড রিসোর্স বিভাগের ডেপুটি সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করবেন ৷ প্রথমবার একজন ভারতীয়-আমেরিকান মার্কিন স্টেট ডিপার্টমেন্টের এত বড় পদে মনোনীত হলেন ৷ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শুক্রবার রিচার্ড ভার্মার নাম শীর্ষ কূটনীতিক হিসেবে মনোনীত করেন ৷ প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসনের রিচার্ড ভার্মা লেজিসলেটিভ অ্যাফেয়ার্সের অ্যাসিসটেন্ট সেক্রেটারি অফ স্টেট হিসাবেও কাজ করেছিলেন ৷
রিচার্ড ভার্মা কর্মজীবনের শুরুতে, মার্কিন যুক্তরাষ্ট্রের সেনেটর হ্যারি রিডের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছিলেন ৷ সেই সময় তিনি ডেমোক্র্যাটিক হুইপ পদের দায়িত্ব সামলেছেন ৷ পাশাপাশি, একজন সংখ্যালঘু নেতা এবং তারপরে মার্কিন যুক্তরাষ্ট্রের সেনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা ছিলেন ৷ দীর্ঘ সময়ের এই কর্মজীবনে তিনি দ্য এশিয়া গ্রুপের ভাইস চেয়ারম্যান, স্টেপটো অ্যান্ড জনসন এলএলপি-তে সদস্য এবং সিনিয়র কাউন্সেলর হিসেবে দায়িত্ব পালন করেছেন ৷ অলব্রাইট স্টোনব্রিজ গ্রুপের সিনিয়র কাউন্সেলরও ছিলেন রিচার্ড ভার্মা ৷ মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর একজন অভিজ্ঞ সদস্যও, যেখানে তিনি একজন বিচারক আইনজীবী হিসেবে সক্রিয় দায়িত্ব পালন করেছেন ৷