কিভ (ইউক্রেন), 20 ফেব্রুয়ারি: যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন (US President Joe Biden) ৷ মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট এই খবর করেছে ৷ আর চারদিন পরই ইউক্রেনের উপর রাশিয়ার আক্রমণের এক বছর হতে চলেছে ৷ তার ঠিক আগে আচমকা জো বাইডেনের কিভে পৌঁছানো নিয়ে হইচই পড়ে গিয়েছে সারা বিশ্বজুড়ে ৷ মার্কিন সংবাদমাধ্যমের দাবি, ইউক্রেনের পাশে থাকার বার্তা দিতেই সেখানে যান বাইডেন ৷
ওই সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, কিভে বাইডেনের এই সরকারি সফর একেবারে ভিন্ন ৷ কারণ, যুদ্ধ পরিস্থিতির মধ্যেও সেখানে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ৷ ইউক্রেনের রাজধানীতে এখনও ক্ষেপণাস্ত্র হানার আশঙ্কা রয়েছে ৷ তার পরও ইউক্রেনকে রাশিয়ার হামলা থেকে বাঁচাতে মার্কিন যুক্তরাষ্ট্র কতটা বদ্ধপরিকর, সেই বার্তা দিতেই আচমকা সফর বাইডেনের (Biden makes surprise visit to Kyiv) ৷
কিন্তু এই সফর নিয়ে চরম গোপনীয়তা বজায় রাখা হয় ৷ সোমবার পোল্যান্ডের উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল বাইডেনের ৷ হঠাৎই জানা যায় যে তিনি কিভে পৌঁছে গিয়েছেন ৷ মার্কিন প্রেসিডেন্টের সফরের জন্য কিভ শহরকে কড়া নিরাপত্তার বলয়ে মুড়ে দেওয়া হয়েছে ৷ গাড়ি চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে ৷ অনেক রাস্তায় পথচারীদেরও যেতে দেওয়া হচ্ছে না ৷ এই পরিস্থিতিতে বাইডেনকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদোমির জেলেনেস্কির (Ukrainian President Volodymyr Zelenskyy) সঙ্গে সেন্ট মাইকেল গোল্ডেন-ডোমড মনাস্ট্রির বাইরে দেখা গিয়েছে ৷