পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

Joe Biden Leaves for Vietnam: রাজঘাটে মহাত্মা গান্ধিকে শ্রদ্ধা, ভিয়েতনামে রওনা দিলেন প্রেসিডেন্ট জো বাইডেন - India US relation

আজ, 10 সেপ্টেম্বর জি20 শীর্ষ সম্মেলনের দ্বিতীয় দিন ৷ রবিবার সকালে রাজঘাটে পৌঁছলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ৷ এরপরই তিনি ভিয়েতনামে যাওয়ার জন্য বিমানে উঠলেন ৷

ETV Bharat
নয়াদিল্লি থেকে ভিয়েতনামের জন্য রওনা দিলেন প্রেসিডেন্ট জো বাইডেন

By ETV Bharat Bangla Team

Published : Sep 10, 2023, 11:56 AM IST

Updated : Sep 10, 2023, 1:32 PM IST

নয়াদিল্লি, 10 সেপ্টেম্বর: বিমানে উঠলেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন ৷ রবিবার সকালে জি-20 শীর্ষ সম্মেলনে দ্বিতীয় দিনে তিনি ভিয়েতনামের উদ্দেশ্যে রওনা দিলেন ৷ শুক্রবার 8 সেপ্টেম্বর এই শীর্ষ সম্মেলনে যোগ দিতে তিনি ভারতে এসেছিলেন ৷ শনিবার সম্মেলনের প্রথম দিনে নয়াদিল্লিতে ভারত মণ্ডপম কনভেনশন সেন্টারে দিনভর কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ৷

রবিবার সকালে জাতির জনক মহাত্মা গান্ধির সমাধিস্থলে শ্রদ্ধা জানাতে রাজঘাটে হাজির হন বিশ্ব নেতারা ৷ সেখানে অতিথি রাষ্ট্রনায়কদের অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ জো বাইডেনও সকাল সকাল রাজঘাটে পৌঁছন ৷ সেখানে মহাত্মা গান্ধির সমাধিতে শ্রদ্ধা জানান ৷ এরপর তিনি ভিয়েতনামের জন্য এয়ারফোর্স-1 বিমানে ওঠেন ৷ এদিকে দিল্লিতে চলছে জি-20 শীর্ষ সম্মেলনের বৈঠক ৷

ভিয়েতনামে যাওয়ার আগে রবিবার জো বাইডেন বলেন, "জি-20 শীর্ষ সম্মেলন প্রমাণ করে দিয়েছে, এক গোষ্ঠী বিশ্বের দুশ্চিন্তাগুলির সমাধান বের করতে পারে ৷" দিল্লিতে এই শীর্ষ সম্মেলনের কয়েকটি মুহূর্ত নিয়ে একটি ভিডিয়ো পোস্ট করেন মার্কিন প্রেসিডেন্ট ৷

আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পর এটাই তাঁর প্রথম ভারত সফর ৷ 8 সেপ্টেম্বর সন্ধ্যায় নয়াদিল্লিতে অবতরণের পর তিনি সোজা চলে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লোককল্যাণ মার্গের বাসভবনে ৷ সেখানে 50 মিনিটেরও বেশি সময় ধরে দ্বিপাক্ষিক বৈঠক করেন মোদি ও বাইডেন ৷

এরপরই ভারত-আমেরিকা একটি যৌথ বিবৃতি প্রকাশ করে ৷ ভারত ও আমেরিকার মধ্যে প্রতিরক্ষা-সহ বিভিন্ন ক্ষেত্র নিয়ে আলোচনা হয়েছে ৷ আমেরিকার জিই এরোস্পেস এবং ভারতের হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড বা এইচএএলের মধ্যে প্রযুক্তি সংক্রান্ত একটি চুক্তি হয়েছে ৷ ভারতেই জিই এফ-414 জেট ইঞ্জিন তৈরি করবে এইচএল ৷

আরও পড়ুন: শেখ হাসিনার সঙ্গে বাইডেনের 'সেলফি', সৌজন্যের নেপথ্যে কোন রাজনীতি ?

মার্কিন যুক্তরাষ্ট্রের জিই এরোস্পেসের থেকে 31টি ড্রোন আমদানি করার বিষয়ে জো বাইডেনকে চিঠি দিয়েছে দেশের প্রতিরক্ষা মন্ত্রক ৷ এই বিষয়টিকেও স্বাগত জানিয়েছেন প্রেসিডেন্ট বাইডেন ৷ রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে ভারতকে স্থায়ী সদস্য করাকেও সমর্থন জানিয়েছেন তিনি ৷

Last Updated : Sep 10, 2023, 1:32 PM IST

ABOUT THE AUTHOR

...view details