নয়াদিল্লি, 10 সেপ্টেম্বর: বিমানে উঠলেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন ৷ রবিবার সকালে জি-20 শীর্ষ সম্মেলনে দ্বিতীয় দিনে তিনি ভিয়েতনামের উদ্দেশ্যে রওনা দিলেন ৷ শুক্রবার 8 সেপ্টেম্বর এই শীর্ষ সম্মেলনে যোগ দিতে তিনি ভারতে এসেছিলেন ৷ শনিবার সম্মেলনের প্রথম দিনে নয়াদিল্লিতে ভারত মণ্ডপম কনভেনশন সেন্টারে দিনভর কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ৷
রবিবার সকালে জাতির জনক মহাত্মা গান্ধির সমাধিস্থলে শ্রদ্ধা জানাতে রাজঘাটে হাজির হন বিশ্ব নেতারা ৷ সেখানে অতিথি রাষ্ট্রনায়কদের অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ জো বাইডেনও সকাল সকাল রাজঘাটে পৌঁছন ৷ সেখানে মহাত্মা গান্ধির সমাধিতে শ্রদ্ধা জানান ৷ এরপর তিনি ভিয়েতনামের জন্য এয়ারফোর্স-1 বিমানে ওঠেন ৷ এদিকে দিল্লিতে চলছে জি-20 শীর্ষ সম্মেলনের বৈঠক ৷
ভিয়েতনামে যাওয়ার আগে রবিবার জো বাইডেন বলেন, "জি-20 শীর্ষ সম্মেলন প্রমাণ করে দিয়েছে, এক গোষ্ঠী বিশ্বের দুশ্চিন্তাগুলির সমাধান বের করতে পারে ৷" দিল্লিতে এই শীর্ষ সম্মেলনের কয়েকটি মুহূর্ত নিয়ে একটি ভিডিয়ো পোস্ট করেন মার্কিন প্রেসিডেন্ট ৷