ওয়াশিংটন, 16 অক্টোবর:আগামিদিনে যুদ্ধ-বিধস্ত ইজরায়েল সফরে যাওয়ার কথা ভাবছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন ৷ তবে এখনও তাঁর সফরসূচি চূড়ান্ত হয়নি ৷ এমনটাই রবিবার হোয়াইট হাউসের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন । মনে করা হচ্ছে, ইজরায়েলের উপর হামাসের নৃশংস হামলার পরে বাইডেন সেখানে গেলে এটি সহানুভূতি এবং সমর্থনের শক্তিশালী দিক প্রদর্শন করবে । আমেরিকা যে ইজরায়েলি জনগণের পাশে রয়েছে তা এই সফরের মাধ্যমে তা দৃঢ়ভাবে প্রকাশ পাবে।
তবে এই প্রস্তাবিত সফর ঘিরে যে বাইডেন প্রশাসনের অন্দরে কোনও আশঙ্কার বাতাবরণ নেই তা নয়। ইজরায়েলে বাইডেনের উপস্থিতিকে হামাসের প্রধান পৃষ্ঠপোষক ইরান একটি উস্কানিমূলক পদক্ষেপ হিসাবে দেখতে পারে বলে মনে করে মার্কিন প্রশাসনের একটা বড় অংশ ৷ তাঁদের আশঙ্কা এই সফর আরও বেশি মানুষের মৃত্যুর কারণ হয়ে উঠতে পারে। পাশাপাশি যুদ্ধ পরিস্থিতি আরও জটিল এবং ভয়াবহ হয়ে উঠতে পারে।
সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি ব্লিঙ্কেন ইতিমধ্যেই গত সপ্তাহ ধরে মধ্যপ্রাচ্যে সফরে গিয়েছেন ৷ হামাসের সঙ্গে ইজরায়েলের যুদ্ধকে একটি বৃহত্তর আঞ্চলিক সংঘাতে পরিণত হওয়া থেকে রোধ করাই তাঁর সফরের লক্ষ্য। হোয়াইট হাউসের আধিকারিকরা প্রেসিডেন্ট জো বাইডেনের সফর সম্পর্কে অভ্যন্তরীণ আলোচনার বিষয়ে প্রকাশ্যে কিছু বলতে চাননি ৷ তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক আধিকারিক অ্যাসোসিয়েটেড প্রেসের সঙ্গে কথা বলেছেন । তিনিই বাইডেনের সফর সম্পর্কে জানিয়েছেন ৷