পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

Israel-Hamas Conflict: মানবিক কারণে ইজরায়েল-হামাস যুদ্ধে সাময়িক বিরতির ডাক বাইডেনের - মানবিক বিরতি

US President Joe Biden: যুদ্ধবিরতির ডাককে প্রত্যাখ্যান করেছে হোয়াইট হাউস ৷ তবে এবার ইজরায়েল-হামাস যুদ্ধে মানবিক বিরতির ডাক দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ৷

US President Joe Biden
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন

By ETV Bharat Bangla Team

Published : Nov 2, 2023, 12:23 PM IST

Updated : Nov 2, 2023, 1:14 PM IST

মিনিয়াপলিস, 2 নভেম্বর:মানবিকতার প্রশ্নে ইজরায়েল-হামাস যুদ্ধে বিরতির ডাক দিলেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন ৷ বুধবার মিনিয়াপলিসের একচি নির্বাচনী সভায় তিনি অংশ নেন ৷ এক বিক্ষোভকারী সমাবেশের মাঝেই যুদ্ধবিরতির দাবি করেন ৷ এই ঘটনার পরই বাইডেন বলেন, " আমি মনে করি মানবিক কারণে ইজরায়েল-হামাস যুদ্ধে একটি বিরতি দরকার ৷"

7 অক্টোবর হামাস আক্রমণ চালিয়েছিল ইজরালে ৷ এর প্রতিক্রিয়া ইজরায়েল কীভাবে দেবে তা তাদের নিজেদের ব্যাপার বলে জানিয়েছিল হোয়াইট হাউজ। বাইডেন প্রশাসন স্পষ্টই জানায় এ নিয়ে কোনও নির্দেশ দেওয়ার পথে তারা হাঁটবে না। হামাসের উপর সামরিক অভিযান চলবে কিনা তা নিয়েও কোনও প্রতিক্রিয়া দেওয়ার ভাবনা নেই বলে জানানো হয়েছিল।

সম্প্রতি পরিস্থিতিতে বদল এসেছে। বিভিন্ন মহল থেকে চাপ আসছে আমেরিকার উপর। দেশের ভিতরে এবং বাইরে মানবতাকে রক্ষা করার দাবি উঠেছে। এবার সেই সুর শোনা গেল মার্কিন প্রেসিডেন্টের গলায়। একাধিক মানবাধিকার সংগঠন থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন দেশের নেতারাও বাইডেনের উপর চাপ বাড়াচ্ছিলেন। তাঁর নিজের দলেও ক্রমশ মানবতা রক্ষার দাবি জোরালো হচ্ছিল। সকলেরই দাবি, গাজায় ইজরায়েল ক্রমাগত বোমাবর্ষণ করছে। আক্রমণের ধার বাড়াচ্ছে ৷ এর থেকে সাময়িক বিরতি দরকার।

এরপরেই বাইডেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহুর উপর চাপ সৃষ্টি করেন, যাতে যুদ্ধে সাময়িক বিরতি দেওয়া হয় ৷ কারণ যুদ্ধের ফলে হাজার হাজার লোকের মৃত্যু হচ্ছে । সংকটের মুখে পড়েছে মানবসভ্যতা। তবে হোয়াইট হাউস যুদ্ধবিরতি আহ্বানের বিষয়টিকে প্রত্যাখ্যান করে ৷ কিন্তু জানায় যে ইজরায়েলীদের মানবিক বিরতির বিষয়ে বিবেচনা করা উচিত ৷ যাতে গাজার সাধারণ নাগরিকদের কাছে খাবার-সহ বিভিন্ন সাহায্য পৌঁছয় ৷

হোয়াইট হাউস আরও জানায়, সেখানে আটকে পড়া বিদেশী নাগরিকদের গাজা ছেড়ে চলে যাওয়ার অনুমতি দেওয়া উচিত । ইজরায়েলের সেনারা গাজা শহরের দিকে অগ্রসর হচ্ছে বলে বুধবার সেনাবাহিনী জানিয়েছে । এদিকে তিন সপ্তাহেরও বেশি সময় যুদ্ধের মধ্যে কয়েকশো বিদেশী নাগরিক এবং কয়েকশো গুরুতর আহত প্যালেস্তাইনীকে গাজা ছেড়ে চলে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে ।

আরও পড়ুন:হামাসের হামলার কারণ নিয়ে বাইডেনের মন্তব্যের ভুল ব্যাখ্যা হয়েছে, দাবি হোয়াইট হাউজের

উল্লেখ্য, বুধবার সন্ধ্যায় মিনিয়াপলিসে বক্তৃতা দিচ্ছিলেন ৷ সেসময় সমর্থকদের ভিড়ের মধ্যে থেকে এক মহিলা উঠে দাঁড়ান।চিৎকার করে তিনি বলেন,"মিস্টার প্রেসিডেন্ট, আপনি যদি ইহুদিদের সম্পর্কে চিন্তা করেন তাহলে একজন রাব্বি হিসেবে আমি চাই আপনি যুদ্ধবিরতির ডাক দিন ।"

Last Updated : Nov 2, 2023, 1:14 PM IST

ABOUT THE AUTHOR

...view details