ওয়াশিংটন ডিসি, 22 জুন:মার্কিন সফরে আজ রাষ্ট্রপতি জো বাইডেনের সঙ্গে দেখা হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৷ বাইডেন এবং তাঁর স্ত্রীজিল বাইডেনের আমন্ত্রণে আমেরিকার প্রথম নাগরিকের সরকারি বাসভবন হোয়াইট হাউজে গিয়েছেন প্রধানমন্ত্রী ৷ সেখানে বিশেষ নৈশভোজের ব্যবস্থা হয়েছে ৷ বাইডেন দম্পতি প্রধানমন্ত্রীকে স্বাগত জানান ৷
প্রেসিডেন্টের পছন্দের পাস্তা এবং আইসক্রিম ৷ তাই এই দু'টি পদ তো রয়েছেই ৷ এর সঙ্গে আরও অনেক কিছুর ব্যবস্থা করেছে হোয়াইট হাউজ ৷ অন্যদিকে, আমন্ত্রিত আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান এবং ভারতের অজিত ডোভালও ৷ হোয়াইট হাউজ একটি বিবৃতিতে এই বিষয়টি নিশ্চিত করেছে ৷
হোয়াইট হাউজ সূত্রে জানা গিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিরামিষ খান বলে তাঁর জন্য পৃথক ব্যবস্থা করা হয়েছে ৷ জিল বাইডেন নিজে মোদির খাওয়ার বিষয়টির তত্ত্বাবধান করেছেন ৷ শেফ নীনা কার্টিসকে বেছে নেওয়া হয়েছে ৷ তিনি বিভিন্ন ভেষজ ব্যবহার করে রান্নায় পারদর্শী ৷ নিরামিষ খাবারের পাশাপাশি অতিথিদের জন্য মাছের রকমারি পদও রাখা হয়েছে ৷