পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

PM Modi in White House Dinner: জো-জিলের সঙ্গে প্রধানমন্ত্রী মোদি, হোয়াইট হাউজে 'আনন্দ-মুহূর্ত' - PM Narendra Modi US New

আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের এবং ফার্স্ট লেডি জিল বাইডেনের আমন্ত্রণে হোয়াইট হাউজে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তাঁকে সঙ্গে নিয়ে সরকারি বাসভবনে প্রবেশ করেন বাইডেন দম্পতি ৷

ETV Bharat
বাইডেন দম্পতির সঙ্গে মোদি

By

Published : Jun 22, 2023, 7:47 AM IST

Updated : Jun 22, 2023, 9:04 AM IST

ওয়াশিংটন ডিসি, 22 জুন:মার্কিন সফরে আজ রাষ্ট্রপতি জো বাইডেনের সঙ্গে দেখা হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৷ বাইডেন এবং তাঁর স্ত্রীজিল বাইডেনের আমন্ত্রণে আমেরিকার প্রথম নাগরিকের সরকারি বাসভবন হোয়াইট হাউজে গিয়েছেন প্রধানমন্ত্রী ৷ সেখানে বিশেষ নৈশভোজের ব্যবস্থা হয়েছে ৷ বাইডেন দম্পতি প্রধানমন্ত্রীকে স্বাগত জানান ৷

প্রেসিডেন্টের পছন্দের পাস্তা এবং আইসক্রিম ৷ তাই এই দু'টি পদ তো রয়েছেই ৷ এর সঙ্গে আরও অনেক কিছুর ব্যবস্থা করেছে হোয়াইট হাউজ ৷ অন্যদিকে, আমন্ত্রিত আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান এবং ভারতের অজিত ডোভালও ৷ হোয়াইট হাউজ একটি বিবৃতিতে এই বিষয়টি নিশ্চিত করেছে ৷

হোয়াইট হাউজ সূত্রে জানা গিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিরামিষ খান বলে তাঁর জন্য পৃথক ব্যবস্থা করা হয়েছে ৷ জিল বাইডেন নিজে মোদির খাওয়ার বিষয়টির তত্ত্বাবধান করেছেন ৷ শেফ নীনা কার্টিসকে বেছে নেওয়া হয়েছে ৷ তিনি বিভিন্ন ভেষজ ব্যবহার করে রান্নায় পারদর্শী ৷ নিরামিষ খাবারের পাশাপাশি অতিথিদের জন্য মাছের রকমারি পদও রাখা হয়েছে ৷

বাইডেন দম্পতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্য বিশেষ উপহার দিয়েছেন ৷ তাঁকে বিংশ শতকের গোড়ার দিকে হাতে তৈরি বইয়ের গ্যালারি উপহার দেন আমেরিকার ফার্স্ট লেডি জিল বাইডেন ও প্রেসিডেন্ট বাইডেন ৷

আরও পড়ুন: তথ্যপ্রযুক্তি আইন মেনেই কাজ, মোদি সাক্ষাতের পর বার্তা ইলন মাস্কের

শুধু তাই নয়, প্রেসিডেন্ট আলাদা করে আমেরিকার একটি ভিনটেজ ক্যামেরা, জর্জ ইস্টম্যানের প্রথম কোডাক ক্যামেরার হুবহু সংস্করণের আর্কাইভ, আমেরিকার বন্যপ্রাণী ফোটোগ্রাফির উপর একটি হার্ডকভার বইও দেন ভারতের প্রধানমন্ত্রীকে ৷ জিল বাইডেন প্রধানমন্ত্রীর হাতে বিশিষ্ট কবি রবার্ট ফ্রস্টের সংগৃহীত কবিতার বইয়ের প্রথম সংস্করণ তুলে দিয়েছেন বলেও জানা গিয়েছে ৷ তাতে এই বিশ্ববন্দিত কবির স্বাক্ষর রয়েছে ৷ প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট জো বাইডেন এবং তাঁর স্ত্রী জিল বাইডেনের সঙ্গে কাটানো বিশেষ মুহূর্তের ছবি ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন ৷

Last Updated : Jun 22, 2023, 9:04 AM IST

ABOUT THE AUTHOR

...view details