ওয়াশিংটন, 4 জুন: বালাসোরের ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় শোকপ্রকাশ করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ৷ মৃতদের পরিবার ও আহতদের প্রতি তিনি ও তাঁর স্ত্রী জিল বাইডেন সমবেদনা জানিয়েছেন ৷
ওড়িশায় করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনায় এখনও পর্যন্ত 288 জন যাত্রীর মৃত্যু হয়েছে ৷ এই সংখ্যাটা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে ৷ কারণ এখনও অনেকে ধ্বংসস্তূপে আটকে রয়েছেন বলে মনে করা হচ্ছে ৷ আহত হয়েছেন 1,000 জনেরও বেশি যাত্রী ৷ এই ঘটনায় হতাহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ৷ একটি বিবৃতিতে বলা হয়েছে, "বাইডেন এবং ফার্স্ট লেডি জিল বাইডেন বলেছেন যে, তাঁরা দুজনেই বালাসোর জেলায় প্রাণঘাতী ট্রেন দুর্ঘটনার দুঃখজনক সংবাদে ব্যথিত ।"
হোয়াইট হাউসের একটি অফিসিয়াল বিবৃতিতে বাইডেন বলেন, "যাঁরা প্রিয়জনদের হারিয়েছেন এবং যাঁরা এই ভয়ানক ঘটনায় আহত হয়েছেন তাঁদের জন্য প্রার্থনা করি ৷" সেই বিবৃতিতে আরও বলা হয়েছে যে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত পরিবার ও সংস্কৃতির বন্ধনে একে-অপরের সঙ্গে আবদ্ধ যা দুটি দেশকে পুনরায় একত্রিত করে - এবং সমগ্র আমেরিকার মানুষ ভারতের জনগণের মতোই এই ঘটনায় শোক প্রকাশ করছে বলে বিবৃতিতে জানানো হয়েছে ৷ বাইডেনের কথায়, "আমরা ভারতের জনগণকে আমাদের ভাবনার মধ্যে রাখব ৷"