পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

US President Condolence: ওড়িশার ট্রেন দুর্ঘটনায় শোকপ্রকাশ আমেরিকার, ব্যথিত সস্ত্রীক বাইডেন - শোকপ্রকাশ আমেরিকার

ওড়িশার ভয়ংকর ট্রেন দুর্ঘটনায় শোকপ্রকাশ করল আমেরিকা ৷ একটি বিবৃতি দিয়ে নিহতদের পরিবার ও আহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ৷

US President Condolences
US President Condolences

By

Published : Jun 4, 2023, 10:15 AM IST

ওয়াশিংটন, 4 জুন: বালাসোরের ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় শোকপ্রকাশ করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ৷ মৃতদের পরিবার ও আহতদের প্রতি তিনি ও তাঁর স্ত্রী জিল বাইডেন সমবেদনা জানিয়েছেন ৷

ওড়িশায় করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনায় এখনও পর্যন্ত 288 জন যাত্রীর মৃত্যু হয়েছে ৷ এই সংখ্যাটা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে ৷ কারণ এখনও অনেকে ধ্বংসস্তূপে আটকে রয়েছেন বলে মনে করা হচ্ছে ৷ আহত হয়েছেন 1,000 জনেরও বেশি যাত্রী ৷ এই ঘটনায় হতাহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ৷ একটি বিবৃতিতে বলা হয়েছে, "বাইডেন এবং ফার্স্ট লেডি জিল বাইডেন বলেছেন যে, তাঁরা দুজনেই বালাসোর জেলায় প্রাণঘাতী ট্রেন দুর্ঘটনার দুঃখজনক সংবাদে ব্যথিত ।"

হোয়াইট হাউসের একটি অফিসিয়াল বিবৃতিতে বাইডেন বলেন, "যাঁরা প্রিয়জনদের হারিয়েছেন এবং যাঁরা এই ভয়ানক ঘটনায় আহত হয়েছেন তাঁদের জন্য প্রার্থনা করি ৷" সেই বিবৃতিতে আরও বলা হয়েছে যে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত পরিবার ও সংস্কৃতির বন্ধনে একে-অপরের সঙ্গে আবদ্ধ যা দুটি দেশকে পুনরায় একত্রিত করে - এবং সমগ্র আমেরিকার মানুষ ভারতের জনগণের মতোই এই ঘটনায় শোক প্রকাশ করছে বলে বিবৃতিতে জানানো হয়েছে ৷ বাইডেনের কথায়, "আমরা ভারতের জনগণকে আমাদের ভাবনার মধ্যে রাখব ৷"

বালাসোরে বিধ্বংসী ট্রেন দুর্ঘটনায় সরকারি ভাবে মৃতের সংখ্যা এখনও পর্যন্ত 288 জানা গিয়েছে ৷ আরও 1,000 জন আহত ৷ মোট 1,175 জন আহতকে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং এখনও পর্যন্ত 793 জনকে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে । দুর্ঘটনার পর প্রাথমিক রিপোর্টে বলা হয়েছে যে, বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস, করমণ্ডল এক্সপ্রেস এবং বালাসোর জেলার বাহানাগা বাজার স্টেশনে তিনটি পৃথক ট্র্যাকে মালগাড়ি ত্রিমুখী দুর্ঘটনার কবলে পড়ে ৷

শুক্রবার সন্ধ্যার দুর্ঘটনায় করমণ্ডল ও বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেসের 17টি বগি লাইনচ্যুত এবং মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় বলে জানা গিয়েছে । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গতকাল দুর্ঘটনাস্থল পরিদর্শনের সময় এই দুঃখজনক দুর্ঘটনা থেকে বেঁচে ফেরা মানুষদের সর্বোত্তম চিকিৎসা পরিষেবা দেওয়ার নির্দেশ দিয়েছেন আধিকারিকদের ।

আরও পড়ুন:ট্রেন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে এলআইসি, একাধিক ছাড়ের ঘোষণা

ABOUT THE AUTHOR

...view details