নিউইয়র্ক, 23 সেপ্টেম্বর: ইরানের হিজাব বিতর্ক আরও বড় আকার নিল ৷ এক মার্কিন মহিলা সাংবাদিক হিজাব পরতে অস্বীকার করায় (Iran Hijab Row), আগে থেকে নির্ধারিত সাক্ষাৎকার বাতিল করলেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি (Iran President Ebrahim Raisi) ৷ প্রসঙ্গত, সম্প্রতি ইরানের এক মহিলা হিজাব আইন লঙ্ঘন করায়, তাঁকে গ্রেফতার করেছিল সেদেশের পুলিশ ৷ কিন্তু, পুলিশ হেফাজতে ওই মহিলার মৃত্যু হয় ৷ যে ঘটনার পরেই এই সাক্ষাৎকার বাতিল করেন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি (Iran President Ebrahim Raisi Cancelled Interview) ৷ আর তারপরেই ইরানে প্রতিবাদ ও বিক্ষোভ শুরু হয়েছে ৷ সেই নিয়েই মার্কিন সফরে থাকা ইরানিয়ান প্রেসিডেন্টের সাক্ষাৎকার নিতে চেয়েছিল সেখানকার একটি টিভি চ্যানেল ৷
মার্কিন টিভি চ্যানেল সিএনএন এর চিফ ইন্টারন্যাশনাল অ্যাঙ্কার ক্রিশ্চিয়ান আমানপোউরকে সাক্ষাৎকার দিতে অস্বীকার করেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ৷ কারণ হিসাবে জানা গিয়েছে, ক্রিশ্চিয়ান সাক্ষাৎকারের সময় হিজাব পরতে অস্বীকার করেছেন ৷ তিনি টুইটারে জানিয়েছেন, প্রেসিডেন্টের অফিস থেকে তাঁকে সাক্ষাৎকারের সময় মাথায় হিজাব পরতে বলা হয়েছিল ৷ কিন্তু, তিনি আপত্তি জানালে, পূর্ব নির্ধারিত সাক্ষাৎকার বাতিল করে দেওয়া হয় ৷
আরও পড়ুন:নিউ ইয়র্কে ব্রিকস গোষ্ঠীর বৈঠকে সামনাসামনি চিন-ভারত বিদেশমন্ত্রী