পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

Iran Hijab Row: হিজাব পরায় আপত্তি, মার্কিন সাংবাদিকের সাক্ষাৎকার বাতিল ইরানের প্রেসিডেন্টের

মার্কিন মহিলা সাংবাদিক হিজাব (Iran Hijab Row) পরতে অস্বীকার করায়, তাঁকে সাক্ষাৎকার দিলেন না ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি (Iran President Ebrahim Raisi) ৷

Etv Bharat
Etv Bharat

By

Published : Sep 23, 2022, 9:07 AM IST

Updated : Sep 23, 2022, 9:41 AM IST

নিউইয়র্ক, 23 সেপ্টেম্বর: ইরানের হিজাব বিতর্ক আরও বড় আকার নিল ৷ এক মার্কিন মহিলা সাংবাদিক হিজাব পরতে অস্বীকার করায় (Iran Hijab Row), আগে থেকে নির্ধারিত সাক্ষাৎকার বাতিল করলেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি (Iran President Ebrahim Raisi) ৷ প্রসঙ্গত, সম্প্রতি ইরানের এক মহিলা হিজাব আইন লঙ্ঘন করায়, তাঁকে গ্রেফতার করেছিল সেদেশের পুলিশ ৷ কিন্তু, পুলিশ হেফাজতে ওই মহিলার মৃত্যু হয় ৷ যে ঘটনার পরেই এই সাক্ষাৎকার বাতিল করেন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি (Iran President Ebrahim Raisi Cancelled Interview) ৷ আর তারপরেই ইরানে প্রতিবাদ ও বিক্ষোভ শুরু হয়েছে ৷ সেই নিয়েই মার্কিন সফরে থাকা ইরানিয়ান প্রেসিডেন্টের সাক্ষাৎকার নিতে চেয়েছিল সেখানকার একটি টিভি চ্যানেল ৷

মার্কিন টিভি চ্যানেল সিএনএন এর চিফ ইন্টারন্যাশনাল অ্যাঙ্কার ক্রিশ্চিয়ান আমানপোউরকে সাক্ষাৎকার দিতে অস্বীকার করেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ৷ কারণ হিসাবে জানা গিয়েছে, ক্রিশ্চিয়ান সাক্ষাৎকারের সময় হিজাব পরতে অস্বীকার করেছেন ৷ তিনি টুইটারে জানিয়েছেন, প্রেসিডেন্টের অফিস থেকে তাঁকে সাক্ষাৎকারের সময় মাথায় হিজাব পরতে বলা হয়েছিল ৷ কিন্তু, তিনি আপত্তি জানালে, পূর্ব নির্ধারিত সাক্ষাৎকার বাতিল করে দেওয়া হয় ৷

আরও পড়ুন:নিউ ইয়র্কে ব্রিকস গোষ্ঠীর বৈঠকে সামনাসামনি চিন-ভারত বিদেশমন্ত্রী

এ নিয়ে ওই মহিলা সাংবাদিক আরও একটি টুইট করেছেন ৷ সেখানে ক্রিশ্চিয়ান জানিয়েছেন, ইরানে শুরু হওয়া বিক্ষোভ ও আন্দোলন নিয়ে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সঙ্গে কথা বলার পরিকল্পনা ছিল তাঁর ৷ পাশাপাশি, ইরানের মহিলারা রাস্তায় নেমেছেন প্রশাসনের বিরুদ্ধে ৷ যেখানে পুলিশি হেফাজতে মাহসা আমিনি নামে এক মহিলার মৃত্যু হয় ৷ যে ঘটনার প্রতিবাদে ইরানের মহিলারা হিজাব পুড়িয়েছেন ৷

আরও পড়ুন:

ক্রিশ্চিয়ান আমানপোউর টুইটারে লিখেছেন, ‘‘মার্কিন যুক্তরাষ্ট্রে ইরানের প্রেসিডেন্টের এটা প্রথম সাক্ষাৎকার হতে যাচ্ছিল ৷ যেখানে তিনি রাষ্ট্রসংঘের সাধার সভায় অংশ নিতে নিউইয়র্কে এসেছেন ৷ প্রায় এক সপ্তাহের পরিকল্পনা এবং 8 ঘণ্টা ধরে স্টুডিয়ো প্রস্তুত করার পর, আমরা সাক্ষাৎকারের জন্য তৈরি ছিলাম ৷ কিন্তু, প্রেসিডেন্ট রাইসির কোনও পাত্তা নেই ৷’’ তিনি জানিয়েছেন, প্রায় 40 মিনিট তিনি ইব্রাহিম রাইসির জন্য অপেক্ষা করেছিলেন ৷ তার পর ইরানের তরফে জানানো হয়, তাঁদের পরামর্শ অনুযায়ী ক্রিশ্চিয়ান হিজাব না পরায়, প্রেসিডেন্ট সাক্ষাৎকার বাতিল করেছেন ৷

Last Updated : Sep 23, 2022, 9:41 AM IST

ABOUT THE AUTHOR

...view details