নিউইয়র্ক, 18 মে: মুম্বই জঙ্গি হামলায় অভিযুক্ত তাহাউর রানাকে (Tahawwur Rana) ভারতে পাঠাবে আমেরিকা ৷ বুধবার ক্যালিফর্নিয়ার একটি আদালতের বিচারপতি জ্যাকলিন চুলজিয়ান 48 পাতার রায়ে এই নির্দেশ দিয়েছেন ৷ তাহাউর রানা কানাডা-পাকিস্তানি ব্যবসায়ী ৷ 2008 সালে 26 নভেম্বর মুম্বইয়ের জঙ্গি হামলার ঘটনায় অভিযুক্ত তাহাউরের সঙ্গে পাকিস্তানের আইএসআই-এর যোগ রয়েছে ৷ 62 বছর বয়সি রানাকে আমেরিকা থেকে গ্রেফতার করা হয় ৷ বিচারপতি জানিয়েছেন, প্রত্যর্পণের পক্ষে এবং বিরুদ্ধে আদালত সব তথ্য যাচাই করে দেখেছে ৷ তার উপর ভিত্তি করে বিচারপতির নির্দেশ, তাহাউর রানাকে ভারতের হাতে তুলে দেওয়া উচিত ৷
ভারতের অনুরোধে দুই দেশের মধ্যে 1997 প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী আমেরিকার প্রশাসন রানাকে গ্রেফতার করে ৷ 2011 সালে শিকাগোয় দোষী সাব্যস্ত হয় ৷ লস্কর-ই-তইবা জঙ্গিদের সাহায্য করার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে ৷ আর এই সহযোগিতার ফলশ্রুতি ছিল মুম্বই জঙ্গি হামলার পরিকল্পনা ৷ এবার তাকে ভারতে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হল ।
গত মাসে তাহাউর রানা তাকে ভারতে প্রত্যর্পণ করা আটকাতে আদালতে আপিল করে ৷ আবেদন খারিজ করে দেয় আমেরিকার আদালত ৷ সরকারি কৌঁসুলী আদালতে সওয়াল-জবাবে জানান, তাহাউর রানার শৈশবের বন্ধু পাকিস্তানি-আমেরিকান নাগরিক ডেভিড কোলম্যান হেডলি ৷ রানা জানত, ডেভিড হেডলি লস্কর-ই-তইবার সঙ্গে যুক্ত ৷ রানা তাকে মুম্বইয়ে জঙ্গি হামলা চালাতে জায়গা চিহ্নিত করতে সাহায্য করেছিলেন ৷ মুম্নই হামলার পরিকল্পনা সংক্রান্ত বিষয়গুলি রানা জানত ৷ তাই রানার পক্ষের আইনজীবী প্রত্যর্পণের বিরুদ্ধে সওয়াল-জবাব করতে গেলে আদালত তা খারিজ করে দেয় ৷ আদালতের পর্যবেক্ষণ, তাঁর বিরুদ্ধে মুম্বইয়ের জঙ্গি হামলায় যুক্ত থাকার যথেষ্ট প্রমাণ আছে ৷