পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

Israel-Hamas war: ফিলিস্তিনিদের 'গণহত্যা'র জন্য বাইডেন প্রশাসনকে দায়ী, দাবি মার্কিন কংগ্রেসের সদস্য রাশিদা তালাইবের - Hamas

US Congresswoman Rashida Tlaib: বুধবার মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে প্যালেস্তাইন-পন্থী সমাবেশ হয় ৷ সেই সমাবেশে ভাষণ দেওয়ার সময় মার্কিন কংগ্রেসে একমাত্র ফিলিস্তিনি আমেরিকান প্রতিনিধি রাশিদা তলাইব কান্নায় ভেঙে পড়েন ৷ তিনি ইজরায়েল ও হামাসের মধ্যে চলা যুদ্ধ বন্ধ করার আরজি জানান ৷ তবে তাঁর মতে শরিক নয় তাঁর দল ডেমোক্র্যাট পার্টিও ৷

US Congresswoman Rashida Tlaib
US Congresswoman Rashida Tlaib

By ETV Bharat Bangla Team

Published : Oct 19, 2023, 3:39 PM IST

ওয়াশিংটন, 19 অক্টোবর: মার্কিন আইন প্রণেতা রাশিদা তালাইব জো বাইডেন প্রশাসনের বিরুদ্ধে ফিলিস্তিনিদের বিরুদ্ধে 'গণহত্যা'য় আর্থিক সাহায্য করার অভিযোগ তুলেছেন ৷ ফক্স নিউজের তরফে এমনই দাবি করা হয়েছে ৷ গাজার একটি হাসপাতালে হামলার দায়ও তিনি ইজরায়েলি সেনাবাহিনীর উপর চাপিয়েছেন ৷

বুধবার ক্যাপিটল হিলে প্যালেস্তাইন-পন্থী সমাবেশে ভাষণ দেওয়ার সময় তিনি এই কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন ৷ তিনি মার্কিন কংগ্রেসে একমাত্র ফিলিস্তিনি আমেরিকান প্রতিনিধি ৷ তিনি ইজরায়েল ও হামাসের মধ্যে চলা যুদ্ধের থামিয়ে দেওয়ার আরজি জানিয়েছেন ৷

তালাইব বলেন, "এটা সত্যিই বেদনাদায়ক, যখন দেখছি যে মানুষ মনে করে শিশুরা রয়েছে এমন একটি হাসপাতালে বোমা ফেলা ঠিক হয়েছে । আপনি জানেন, কখনও কখনও সেই ভিডিয়োগুলি দেখা কী কঠিন এবং লোকেরা বাচ্চাদের বলছে, 'কেঁদো না' । কিন্তু, তাদের কাঁদতে দিন ! এবং তারা কাঁপছে ৷ আপনি এটা জানেন যে তাদের আরবিতে না কাঁদতে বলা হচ্ছে । তারা কাঁদতে পারে, আমি কাঁদতে পারি, আমরা সবাই কাঁদতে পারি । আমরা যদি না কাঁদি, তাহলে নিশ্চয় কোথায় গোলমাল আছে ৷"

তিনি আরও বলেন, "প্রেসিডেন্ট বাইডেন আমি এখনই আপনাকে বলছি, সমস্ত আমেরিকা এই বিষয়ে আপনার সঙ্গে নেই । এবং আপনাকে সজাগ হয়ে উঠতে হবে ও বুঝতে হবে ৷ আমরা আক্ষরিক অর্থেই দেখছি যে গণহত্যা হচ্ছে এবং একটি বিশাল সংখ্যাগরিষ্ঠকে হত্যা করা হচ্ছে... এবং আমরা এখনও পাশে দাঁড়িয়ে রয়েছি এবং কিছুই বলছি না । আমরা এটি মনে রাখব ।"

ক্যাপিটল হিলে যাঁরা প্রতিবাদে সামিল হয়েছিলেন, তাঁদের উদ্দেশ্যে তালাইব জানান যে তাঁরা ইতিহাসের সঠিক দিকেই রয়েছেন ৷ তবে ফক্স নিউজের প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার এক্স-এ পোস্ট করে তালাইব দাবি করেন যে ইজরায়েলের হামলায় গাজায় হাসপাতালে বিস্ফোরণ হয়েছে ৷ যদিও মার্কিন জাতীয় নিরাপত্তা কাউন্সিল জানিয়েছে যে হামাসের রকেট লক্ষ্যভ্রষ্ট হয়ে ওই হাসপাতালে পড়ে ৷ তার জেরে এই বিস্ফোরণ ৷ এই নিয়ে ভিডিয়োও সামনে আনা হয়েছে ৷ তার পরও তালাইব হাসপাতালে হামলা নিয়ে নিজের দাবিতে অনড় ৷

আরেকজন মার্কিন আইন প্রণেতা ইলহান ওমরও এই নিয়ে ইজরায়েলকে কাঠগড়ায় তুলেছেন ৷ তিনি এই নিয়ে স্বাধীন তদন্তের দাবি করেছেন ৷ অন্যদিকে এবিসি নিউজ জানিয়েছে, ইলহান ওমর ও রাশিদা তালাইবের অবস্থান ডেমোক্রেটিক পার্টির অবস্থানের চেয়ে একেবারে আলাদা ৷ তাঁরা দলেই ভিন্নমত পোষণ করছেন ৷ অন্য ডেমোক্র্যাটরা অবশ্য মনে করছেন ইজরায়েল গাজার হাসপাতালে হামলার সঙ্গে জড়িত নয় ৷ তাদের তরফে দলের দুই সদস্যকে অবস্থান করতে বলা হয়েছে ৷ রিপাবলিকানরাও এই নিয়ে সরব হয়েছেন ৷ তাঁরাও ওই ডেমোক্র্যাটকে তাঁদের মন্তব্য প্রত্যাহার করতে বলেছেন ৷

এদিকে বুধবার ইজরায়েলের রাজধানী তেল আভিভে পৌঁছান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ৷ তিনি সেখানে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন ৷ সেখানেও বাইডেন জানান, গাজার হাসপাতালে হামলার জন্য ইজরায়েল দায়ী নয় ৷ এই কাজ অন্য কেউ করেছে ৷ তিনি আরও একবার হামাসের বিরুদ্ধে এই যুদ্ধে ইজরায়েলের পাশে থাকার আশ্বাস দেন ৷

আরও পড়ুন:গাজার হাসপাতালে হামলায় ইজরায়েল জড়িত নয়, দাবি মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের

ABOUT THE AUTHOR

...view details