পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

Indian Consulate Vandalism: সান ফ্রান্সিসকোতে ভারতীয় দূতাবাসে ভাঙচুর ও অগ্নিসংযোগ, তীব্র নিন্দা মার্কিন বিদেশ মন্ত্রকের - খালিস্তানী সমর্থক

2 জুলাই সান ফ্রান্সিসকোতে ভারতীয় দূতাবাসে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে ৷ সেই ঘটনার তীব্র নিন্দা করল মার্কিন বিদেশ মন্ত্রক ৷ ঘটনাকে ফৌজদারি অপরাধ বলে টুইট করে বিদেশ মন্ত্রকের মুখপাত্র ম্যাথিউ মিলার ৷

State Department spokesperson Matthew Miller
মার্কিন বিদেশ মন্ত্রক

By

Published : Jul 4, 2023, 11:43 AM IST

নিউইয়র্ক, 4 জুলাই: সান ফ্রান্সিসকোর ভারতীয় দূতাবাসে ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনার তীব্র নিন্দা করল মার্কিন বিদেশ মন্ত্রক ৷ এই ঘটনাকে ফৌজদারি অপরাধ বলে অভিহিত করা হয়েছে । বিদেশ মন্ত্রকের মুখপাত্র ম্যাথিউ মিলার ঘটনার নিন্দা করে একটি টুইট করেন ৷ তাতে তিনি লেখেন, "মার্কিন যুক্তরাষ্ট্র শনিবার সান ফ্রান্সিসকোতে ভারতীয় দূতাবাসে ভাংচুর এবং অগ্নিসংযোগের চেষ্টার ঘটনার তীব্র নিন্দা জানায় । মার্কিন যুক্তরাষ্ট্রে বিদেশি কূটনীতিকদের উপর হামলা বা দূতাবাসে ভাঙচুর ফৌজদারি অপরাধ হিসেবে বিবেচিত হয় ৷"

টুইট বার্তায় আরও বলা হয়েছে, রবিবার ভোরে সান ফ্রান্সিসকো ভারতীয় দূতাবাসে 1:30টা থেকে 2:30টের মধ্যে আগুন লাগে ৷ তাড়াতাড়ি সেই আগুন নিভিয়ে ফেলা হয় ৷ আর তাই দূতাবাসে ক্ষয়ক্ষতি তেমন হয়নি এবং কোনও কর্মী জখম হননি । প্রসঙ্গত, খালিস্তানী সমর্থকরা টুইটারে একটি ভিডিয়ো পোস্ট করে ৷ সেই ভিডিয়োতে 2 জুলাই খালিস্তানী উগ্রপন্থীদের একটি দলকে সান ফ্রান্সিসকোতে থাকা ভারতীয় দূতাবাসে আগুন ধরিয়ে দিতে দেখা গিয়েছে ।

পরে সান ফ্রান্সিসকোর দমকল বাহিনী গিয়ে দ্রুত সেই আগুন নিয়ন্ত্রণে আনে । ফলে এই অগ্নিকাণ্ডের ঘটনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা কর্মীদের কেউ আহত হননি । তবে ঘটনা সম্পর্কে স্থানীয়, রাজ্য এবং ফেডারেল কর্তৃপক্ষকে জানানো হয় । তারপরই তীব্র নিন্দা করেছে মার্কিন প্রশাসন ৷

ওই ভিডিয়োতে সান ফ্রান্সিসকোতে ভারতীয় দূতাবাসে অগ্নিসংযোগের পাশাপাশি কানাডা-ভিত্তিক খালিস্তান টাইগার ফোর্স (কেটিএফ)-এর প্রধান হরদীপ সিং নিজ্জারের মৃত্যুর সঙ্গে সম্পর্কিত কয়েকটি সংবাদও দেখানো হয়েছে । হরদীপ সিং নিজ্জার ভারত সরকারের খাতায় একজন কুখ্যাত জঙ্গি ৷ ভারত সরকার তার মাথায় 10 লক্ষ টাকা ধার্য করেছিল ৷ তাঁকে গত মাসে কানাডার একটি গুরুদ্বারের বাইরে গুলি করে হত্যা করা হয় । উল্লেখ্য, সোশাল মিডিয়ায় শেয়ার করা একটি পোস্টার বলা হয়েছে, 8 জুলাই একটি খালিস্তান ফ্রিডম র‍্যালি করা হবে ৷ ক্যালিফোর্নিয়ার বার্কলে থেকে শুরু হবে এবং সান ফ্রান্সিসকোতে ভারতীয় দূতাবাসে শেষ হবে ।

আরও পড়ুন:ফের যুক্তরাষ্ট্রে বন্দুকবাজের হামলা, বাল্টিমোরে পার্টিতে নিহত 2, আহত 28

ABOUT THE AUTHOR

...view details