পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

Israel-Hamas Conflict: গাজায় ইজরায়েলি সেনার স্থলাভিযান নিয়ে সংশয়ে আমেরিকা - ইজরায়েল হামাস সংঘর্ষ

মঙ্গলবার 18 তম দিনে পড়েছে গাজায় ইজরায়েলের আক্রমণ ৷ স্থলপথে এবার ইজরায়েল গাজায় হামলা চালাতে পারে বলে মনে করা হচ্ছে ৷ কিন্তু মার্কিন প্রশাসন মনে করছে, গাজায় নেমে হামাসের বিপক্ষে ইজরায়েলি সেনার লড়াই কঠিন হতে পারে ৷

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Oct 24, 2023, 4:43 PM IST

তেল আভিভ, 24 অক্টোবর: গাজায় হামাসের বিরুদ্ধে স্থলপথে অভিযান চালানোর জন্য এখনও সম্পূর্ণ প্রস্তুত নয় ইজরায়েলি সেনা ৷ অন্তত এমনটাই মনে করছে মার্কিন প্রশাসন ৷ টাইমস অফ ইজরায়েল একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে এমনই দাবি করা হয়েছে ৷ এই প্রতিবেদন অনুযায়ী, গাজায় আক্রমণ শুরু করার পর এখনও ইজরায়েল তাদের অভিষ্ঠ লক্ষ্যে পৌঁছতে পারেনি ৷ ফলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন মনে করছে, গাজায় স্থলপথে অভিযান চালাতে এখনও প্রস্তুত নয় ইজরায়েলের সেনা ৷

জানা গিয়েছে, এই স্থলাভিযান নিয়ে ইজরায়েলের সেনাকর্তাদের সঙ্গে ধারাবাহিকভাবে বৈঠক ও ফোনে কথা বলে চলেছেন মার্কিন সেনার আধিকারিকরা ৷ প্রথমে মনে করা হচ্ছিল যুদ্ধের 17 তম দিনে অর্থাৎ সোমবার গাজায় স্থলপথে হামলা চালাতে পারে ইজরায়েল ৷ কিন্তু তা হয়নি ৷ এখনও আকাশ পথেই গাজায় হামলা চালাচ্ছে ইজরায়েলের বায়ুসেনা ৷ টাইমস অফ ইজরায়েলের দাবি, হামাসের হামলায় গত 7 অক্টোবর ইজরায়েলে প্রাণ গিয়েছিল প্রায় 1 হাজার 400 জনের ৷ এছাড়াও 220 জনকে পণবন্দি করে গাজায় নিয়ে গিয়েছে হামাস জঙ্গিরা ৷

7 তারিখ থেকেই গাজায় লাগাতার বিমান হানা চালাচ্ছে ইজরায়েল ৷ ইজরায়েলি সেনার দাবি, তারা গাজায় হামাসের ঘাঁটি লক্ষ্য করেই হামলা চালাচ্ছে ৷ ইজরায়েল এই দাবি করলেও গাজায় প্রাণ হারিয়েছেন প্রচুর সাধারণ নাগরিক, যাঁদের মধ্যে প্রায় অর্ধেক হল শিশু ৷

নিউইয়র্ক টাইমের রিপোর্ট অনুযায়ী, মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন রোজই ফোনে কথা বলছেন ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গলান্তের সঙ্গে ৷ জানা গিয়েছে, গাজায় হামাসের সুড়ঙ্গের কথা মাথায় রেখে ইজরায়েলি সেনাকে স্থলাভিযানের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়েছেন মার্কিন প্রতিরক্ষা সচিব ৷ এক মার্কিন সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে লয়েড অস্টিন আশঙ্কা প্রকাশ করেছেন, মসুল, ইরাক থেকে আইএসকে উৎখাত করতে মার্কিন সেনার যত সময় লেগেছিল তার থেকে বেশি সময় লাগতে পারে গাজা থেকে হামাসকে সরাতে ৷

আরও পড়ুন: হামাসের বিরুদ্ধে আক্রমণে গাজার মানুষকে উপেক্ষা করলে বিপরীত ফল হতে পারে, সতর্কবার্তা ওবামার

একসময়ে মার্কিন সেনার সেন্ট্রাল কমান্ডের প্রধান ছিলেন অস্টিন ৷ তাঁর কথায়,"সরাসরি যুদ্ধ সবসময়েই বেশ কঠিন, ধীর গতিতে চলে এই সংঘর্ষ ৷ হামাসের মাটির তলায় থাকা সুড়ঙ্গ পথের জন্য এক্ষেত্রে যুদ্ধ চালানো আরও কঠিন হতে পারে ৷ বাস্তব হল, যুদ্ধের জন্য হামাস দীর্ঘদিন ধরে নিজেদের তৈরি করেছে ৷" এই প্রসঙ্গে এক মার্কিন আধিকারিক সেদেশের সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ইজরায়েলকে আগে ঠিক করতে হবে তারা কী চায় ৷ 2017 সালে মসুলে মার্কিন সেনার মতো সার্জিক্যাল স্ট্রাইকের মাধ্যমে তারা হামাস জঙ্গিদের খতম করতে চায় নাকি 2004 সালে মার্কিন সেনার ফালুজা অভিযানের মতো স্থলাভিযানে নামতে চায় ৷

ABOUT THE AUTHOR

...view details