পোর্টল্যান্ড, 29 জুন: ডুবে যাওয়া টাইটানের ধ্বংসাবশেষ থেকে মানব শরীরের অংশ পাওয়া গিয়েছে ৷ মার্কিন যুক্তরাষ্ট্রের উপকূলরক্ষী বাহিনী নাকি তা সংগ্রহ করেছে এবং আমেরিকায় নিয়ে আসছে ৷ গত সপ্তাহে টাইটান ডুবে যায় ৷ জাহাজটিতে 5 জন যাত্রী ছিলেন ৷ তাঁদের সবার মৃত্যু হয়েছে ৷ টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ দেখতে সমুদ্রের গভীরে পাড়ি দিয়েছিল টাইটান ৷
বুধবার এই জাহাজের ধ্বংসাবশেষ সমুদ্র থেকে তুলে আনা হয় ৷ নিউফাউন্ডল্যান্ড এবং ল্যাবরাডরের সেন্ট জনস বন্দরে টাইটানের টুকরোগুলি জড়ো করা হয়েছে ৷ টাইটান কেন ডুবল, তার তদন্ত করতে এই ধ্বংসাবশেষ গুরুত্বপূর্ণ ৷
উপকূলরক্ষীবাহিনী একটি বিবৃতিতে জানিয়েছে, তারা সমুদ্রের তলদেশ থেকে টাইটানের ধ্বংসাবশেষ উদ্ধার করতে পেরেছে ৷ প্রমাণস্বরূপ তা নিয়ে যাওয়া হবে আমেরিকায় ৷ আমেরিকার উপকূলরক্ষী বাহিনীর প্রধান আন্তর্জাতিক সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়েছেন ৷ তিনি আরও জানিয়েছেন, এই দুর্ভাগ্যজনক ঘটনা কীভাবে ঘটল, তা জানতে এই প্রমাণগুলি বিভিন্ন আন্তর্জাতিক ক্ষেত্রের তদন্তকারীদের সাহায্য করবে ৷ টাইটান কীভাবে এবং কেন হারিয়ে গেল তা বুঝতে এখনও কিছু কাজ বাকি রয়েছে ৷ এমন ঘটনা যেন আর কখনও না-ঘটে, তা নিশ্চিত করতে হবে ৷