ওয়াশিংটন, 12 জানুয়ারি:ইজরায়েলের সঙ্গে যুদ্ধে প্যালেস্তাইনকে সাহায্য করায় ইয়েমেনে ইরান-সমর্থিত হুথিদের উপর তীব্র হামলা চালাল মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটিশ সামরিক বাহিনী ৷ হুথিদের ব্যবহৃত এক ডজনেরও বেশি এলাকায় বৃহস্পতিবার বোমাবর্ষণের পাশাপাশি যুদ্ধজাহাজ থেকে ছোড়া টোমাহক ক্ষেপণাস্ত্র এবং যুদ্ধবিমান ব্যবহার করে ব্যাপক প্রতিরোধমূলক হামলা চালানো হয় ৷ বেশ কয়েকজন মার্কিন আধিকারিক অ্যাসোসিয়েটেড প্রেসকে এ কথা জানিয়েছেন । তাঁরা জানান যে, টার্গেট করা হয়েছে লজিস্টিক্যাল হাব, এয়ার ডিফেন্স সিস্টেম এবং অস্ত্রভান্ডারগুলিতেও ৷
ইজরায়েলে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বাণিজ্যিক জাহাজে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছিল হুথিরা ৷ তারই পালটা জবাব দিয়ে হুথিদের বিরুদ্ধে এটা আমেরিকার ও ব্রিটেনের সামরিক প্রতিক্রিয়া ৷ এর আগে, হুথিদের আক্রমণ বন্ধ করতে বলেছিল হোয়াইট হাউস এবং অংশীদার দেশগুলি ৷ আক্রমণ বন্ধ না করলে হুথিদের সম্ভাব্য সামরিক পদক্ষেপের মুখোমুখি হতে হবে বলে চূড়ান্ত সতর্কতাও জারি করা হয়েছিল ৷ তবে তার এক সপ্তাহ কাটতে না কাটতেই ইয়েমেনে জোরালো হামলা চালানো হল বলে খবর ৷ সামরিক অভিযান নিয়ে আলোচনায় নাম প্রকাশ না করার শর্তে হামলার বিষয়টি নিশ্চিত করেছেন আধিকারিকরা ।