ওয়াশিংটন, 31 অগস্ট: 1960 সাল থেকে মার্কিন সেনাবাহিনীর ছায়াসঙ্গী চিনুক হেলিকপ্টারকে (Chinook Helicopter) অবসরে পাঠানো হচ্ছে ৷ সবক’টি হেলিকপ্টারকে একসঙ্গে বসিয়ে দেওয়া হচ্ছে বলে খবর ৷ মার্কিন সংবাদপত্র ওয়াল স্ট্রিট জার্নালের রিপোর্ট অনুযায়ী, মার্কিন সেনার ওয়ার্কহর্স চিনুকের ইঞ্জিনে আগুন ধরে যাওয়ার ঝুঁকির কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ যেখানে দাবি করা হয়েছে, সতর্কতা মূলক পদক্ষেপ হিসেবেই এই সিদ্ধান্ত ৷ প্রসঙ্গত, ভারতের কাছে সিএইচ-47 মডেলের 15টি মার্কিন চিনুক হেলিকপ্টার রয়েছে ৷
গত কয়েক বছর ধরে, লাদাখ এবং সিয়াচেন হিমবাহ এলাকায় এয়ারলিফ্ট ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে সহায়তার জন্য অন্যতম প্রধান সামরিক হাতিয়ার হিসাবে কাজ করেছে চিনুক সিএইচ-47 ৷ 2019 সালের ফেব্রুয়ারি মাসে ভারত প্রথম ব্যাচের চিনুক হেলিকপ্টার হাতে পায় ৷ 2020 সালে ভারতীয় বায়ুসেনার (Indian Air Force) হাতে 15টি চিনুক হেলিকপ্টার পৌঁছে দেয় বোয়িং ৷ ফলে প্রশ্ন উঠছে, নিরাপত্তার কারণে যেখানে চিনুক হেলিকপ্টার আমেরিকা বাতিল করে দিয়েছে সেখানে মাত্র 2 বছর আগে হাতে আসা চিনুকের সিএইচ-47 মডেলের হেলিকপ্টারগুলি নিয়ে বায়ুসেনা কী পদক্ষেপ নেবে ?