পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

G20 Summit in Delhi: আমেরিকায় জি20 শীর্ষ সম্মেলন কবে ? দিল্লিতেই সিদ্ধান্ত বাইডেন প্রশাসনের - সভাপতিত্ব করবে আমেরিকা

ভারতের থেকে জি20 সভাপতিত্ব নেবে ব্রাজিল ৷ তারপর দক্ষিণ আফ্রিকা এবং তারপরেই এই গোষ্ঠীর সভাপতিত্ব করবে আমেরিকা ৷ হোয়াইট হাউজ বিবৃতিতে জানাল সময় ৷

ETV Bharat
জি20 শীর্ষ সম্মেলনের বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও প্রেসিডেন্ট জো বাইডেন

By ETV Bharat Bangla Team

Published : Sep 10, 2023, 1:27 PM IST

ওয়াশিংটন, 10 সেপ্টেম্বর: জি20 গোষ্ঠীর শীর্ষ সম্মেলন আমেরিকায় কবে ? সেই সময় ঠিক হয়ে গেল দিল্লিতেই ৷ মার্কিন প্রশাসন জানিয়েছে, 2026 সালে আমেরিকায় জি20 সম্মেলন অনুষ্ঠিত হবে ৷ শনিবার থেকে ভারতের সভাপতিত্বে দিল্লিতে জি20 শীর্ষ সম্মেলন শুরু হয়েছে ৷ আজ তার দ্বিতীয় দিন ৷

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শুক্রবার, 8 সেপ্টেম্বর সন্ধ্যায় দিল্লিতে নামেন ৷ ভারতে আসার পরপরই হোয়াইট হাউজ একটি বিবৃতি জারি করেছে ৷ তাতে জানানো হয়েছে, "পরিবেশ সংকট, ক্ষণভঙ্গুরতা, সংঘর্ষে জেরবার বিশ্ব অর্থনীতি ৷ এর মধ্যে ইউক্রেনের উপর রাশিয়ার হামলার ফল ভুগছে মানুষ ৷ এবছর নয়াদিল্লিতে শীর্ষ সম্মেলন প্রমাণ করে দিয়েছে, জি20 বিশ্বের উদ্বেগজনক সমস্যাগুলিরও সমাধান বের করতে পারে ৷"

মার্কিন প্রশাসন জানিয়েছে, জি20-র প্রতি দায়বদ্ধ ৷ ভারতের সভাপতিত্বে এই গোষ্ঠীর যে অগ্রগতি হয়েছে, সেই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখবে আমেরিকা ৷ ভারতের পরে এবছরেই জি20 গোষ্ঠীর সভাপতিত্ব পাবে ব্রাজিল ৷ তারপর 2025 সালে এই জি20 গোষ্ঠীর সভাপতিত্ব নেবে দক্ষিণ আফ্রিকা ৷ তারপরে 2026 সালেই আমেরিকার সভাপতিত্বে জি20 শীর্ষ সম্মেলন হবে ৷

এই প্রসঙ্গে বাইডেন প্রশাসন জানায়, "2026 সালে জি20 গোষ্ঠীর শীর্ষ সম্মেলন করবে আমেরিকা ৷ বিশ্বের ভূ-রাজনৈতিক এবং অর্থনৈতিক বিষয়ে জি20 যে উদ্যোগ নিয়েছে, সাম্য এবং ন্যায়বিচারের ভিত্তিতে সেগুলি সম্পন্ন করবে আমেরিকা ৷" 9 সেপ্টেম্বর, শনিবার, শীর্ষ সম্মেলনের প্রথম দিনে আফ্রিকান ইউনিয়নকে জি20 গোষ্ঠীর স্থায়ী সদস্য হিসেবে গ্রহণ করা হয়েছে ৷ এই অন্তর্ভুক্তিকে আমেরিকা সমর্থন জানিয়েছে ৷

জি-20 শীর্ষ সম্মেলনে যোগ দিতে শুক্রবার, 8 সেপ্টেম্বর সন্ধ্যায় দিল্লিতে আসেন প্রেসিডেন্ট জো বাইডেন ৷ এদিন রাতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লোক কল্যাণ মার্গের বাসভবনে যান তিনি ৷ তাঁর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন বাইডেন ৷ কূটনৈতিক মহলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও প্রেসিডেন্ট জো বাইডেনের বন্ধুত্ব নিয়ে জোর চর্চা হয় ৷

আরও পড়ুন: রাজঘাটে মহাত্মা গান্ধিকে শ্রদ্ধা, ভিয়েতনামে রওনা দিলেন প্রেসিডেন্ট জো বাইডেন

শনিবার, 9 সেপ্টেম্বর প্রগতি ময়দানের ভারত মণ্ডপম কনভেনশন সেন্টারে জো বাইডেনকে স্বাগত জানান প্রধানমন্ত্রী ৷ এদিন ভারত-মধ্যপ্রাচ্য-ইউরোপের মধ্যে দিয়ে করিডোর তৈরির কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী মোদি ৷ সেই বিষয়টিকে সমর্থন জানান প্রেসিডেন্ট বাইডেন ৷ আফ্রিকান ইউনিয়নকে জি20 গোষ্ঠীর অন্তর্ভুক্ত করার বিষয়েও তিনি সদর্থক ভূমিকা নিয়েছেন ৷

ABOUT THE AUTHOR

...view details