পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Jan 26, 2023, 1:59 PM IST

ETV Bharat / international

US Reacts on BBC Modi Docu: বিবিসির মোদি-তথ্যচিত্র নিষিদ্ধ করার প্রশ্নে সংবাদমাধ্যমের স্বাধীনতার পক্ষে সওয়াল আমেরিকার

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে বিবিসির বিতর্কিত তথ্যচিত্র নিষিদ্ধ করার প্রশ্নে সংবাদমাধ্যমের স্বাধীনতার পক্ষে সওয়াল করল আমেরিকা (US Reacts on BBC Modi Docu)৷

US Reacts on BBC Modi Documentary ETV Bharat
বিবিসির তথ্যচিত্র

নয়াদিল্লি, 26 জানুয়ারি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে বিবিসির তৈরি তথ্যচিত্র দেশজুড়ে বিতর্কের সৃষ্টি করেছে ৷ এই তথ্যচিত্রকে ভারতে নিষিদ্ধ করা হয়েছে ৷ এটি সম্পর্কে কিছুই জানেন না বলে জানিয়েছিলেন মার্কিন ডির্পাটমেন্ট অফ স্টেটের মুখপাত্র নেড প্রাইস ৷ তবে এ বার তিনি সংবাদমাধ্যমের স্বাধীনতার পক্ষে গলা তুললেন ৷ বললেন, বিশ্বে সংবাদমাধ্যমের স্বাধীনতার পক্ষে জোরালো সওয়ালকারীদের মধ্য অন্যতম মার্কিন যুক্তরাষ্ট্র (US Reacts on BBC Modi Docu)৷

নেড প্রাইস বুধবার একটি প্রেস ব্রিফিংয়ের সময় নরেন্দ্র মোদিকে নিয়ে বিবিসির তথ্যচিত্র ভারতে নিষিদ্ধ করার বিষয়ে একটি প্রশ্নের জবাব দিচ্ছিলেন ৷ 2002 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যখন গুজরাতের মুখ্যমন্ত্রী ছিলেন, তখন সেখানে যে সাম্প্রদায়িক হিংসার ঘটনা ঘটেছিল তা নিয়েই তৈরি হয়েছে বিবিসির তথ্যচিত্র ৷

এটি ভারতে নিষিদ্ধ করা নিয়ে প্রাইসের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি বলেন, "আমরা বিশ্বে সংবাদমাধ্যমের স্বাধীনতাকে সমর্থন করি এবং গণতান্ত্রিক নীতির গুরুত্ব তুলে ধরি ৷ যেমন মত প্রকাশের স্বাধীনতা এবং ধর্ম যা গণতন্ত্রকে শক্তিশালী করে । এটি এমন একটি বিষয় যা আমরা সারা বিশ্বে এবং ভারতেও করে থাকি ৷"

আরও পড়ুন:বিবিসির মোদি-তথ্যচিত্রের লিংক টুইটার থেকে সরানো নিয়ে কী বললেন মাস্ক ?

এর আগে বিবিসির তথ্যচিত্র নিয়ে একজন পাকিস্তানি সাংবাদিকের প্রশ্নের জবাবে প্রাইস বলেন, "আপনি যে (বিবিসি) ডকুমেন্টারিটির উল্লেখ করছেন (2002 গুজরাত দাঙ্গার) তার সঙ্গে আমি পরিচিত নই । আমি সংযুক্ত মূল্যবোধের সঙ্গে খুব পরিচিত। আর সেটাই মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের মধ্যে দুটি সমৃদ্ধ ও প্রাণবন্ত গণতন্ত্র হিসাবে সংযোগ স্থাপন করে ।"

বিবিসির তথ্যচিত্র "ইন্ডিয়া: দ্য মোদি কোয়েশ্চেন" বিতর্কে জড়িয়ে পড়েছে ৷ এটিকে ভারতীয়দের দেখা থেকে বিরত রাখতে সম্ভাব্য সব পদক্ষেপ করেছে কেন্দ্রীয় সরকার । বুধবার সরকার ইউটিউব এবং টুইটারকে একটি নির্দেশ জারি করে বলেছে যারা এই তথ্যচিত্রের লিঙ্ক শেয়ার করেছে, সেগুলি যেন ওই দুই প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নেওয়া হয় ৷

ABOUT THE AUTHOR

...view details