পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

US-China Balloon Controversy: রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ছায়া ? আমেরিকা-চিন সম্পর্কে অশনি সংকেত - Spy Balloon shot down

মার্কিন মুলুকে চিনের গুপ্তচর বেলুন নিয়ে উত্তপ্ত দু'দেশ ৷ বেজিংয়ের দাবি, এটা একটা গবেষণামূলক এয়ারশিপ ৷ আমেরিকার বেলুনে গুলি করার পালটা উত্তরের হুঁশিয়ারি দিয়েছে চিন ৷ বেলুন নিয়ে দু'দেশের মধ্যে সম্পর্কের অবনতি অন্য কোনও ইঙ্গিত দিচ্ছে (Chinese Spy Balloon in United States Air Space) ?

China US Relation
চিন আমেরিকা সম্পর্ক

By

Published : Feb 5, 2023, 10:56 AM IST

Updated : Feb 5, 2023, 2:15 PM IST

ওয়াশিংটন, 5 ফেব্রুয়ারি: আমেরিকার আকাশে উড়তে থাকা বেলুনটিকে মিসাইল ছুড়ে সমুদ্রে নামিয়েছে বাইডেন প্রশাসন ৷ তাদের দাবি, এটি চিনের পাঠানো গুপ্তচর বেলুন ৷ আমেরিকার গোপন, সংবেদনশীল তথ্য সংগ্রহের চেষ্টা চালাচ্ছিল 58-60 হাজার ফুট উচ্চতায় ভাসতে থাকা সন্দেহভাজন বেলুনটি ৷ সেক্রেটারি অ্যান্টনি ব্লিনকেন তাঁর চিন সফর বাতিল করেছেন ৷

এদিকে চিনের দাবি, বেলুনটি তাদের ৷ কিন্তু তা উড়তে উড়তে হাওয়ায় কোনওভাবে আমেরিকার আকাশে ঢুকে পড়েছে ৷ মার্কিন প্রশাসনের গুলি করে বেলুন নামিয়ে আনার তীব্র সমালোচনা করেছে বেজিং ৷ শি জিনপিং প্রশাসনের পালটা অভিযোগ, এই পদক্ষেপে আমেরিকা আন্তর্জাতিক নিয়ম লঙ্ঘন করেছে ৷ উলটে শনিবার চিনের বিদেশ মন্ত্রক একটি বিবৃতিতে জানায়, "বাস্তবে আমেরিকা এবং চিনের মধ্যে কখনও কোনও সফরের কথা ঘোষণাই করা হয়নি ৷ আমেরিকা যদি তেমন কিছু জানিয়ে থাকে, তাহলে তা তাদের একান্ত নিজস্ব বিষয় ৷" শুধু তাই নয়, আমেরিকার এই জবাবের পালটা জবাব দেওয়ার অধিকার তাদেরও আছে, হুঁশিয়ারি দিয়েছে চিন ৷

স্পষ্ট যে, বিশ্বের অন্যতম শক্তিশালী দু'টি দেশের মধ্যে রাজনৈতিক দ্বন্দ্ব তুঙ্গে (US China Bilateral Relation) ৷ এদিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের (Russia Ukraine War) এক বছর পূর্ণ হতে আর কয়েক দিন বাকি ৷ 2022 সালের 24 ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযানের কথা ঘোষণা করেন৷ ইউক্রেনের সামরিক শক্তি ধ্বংস করাই তাঁর প্রধান উদ্দেশ্য বলে জানিয়েছিলেন পুতিন ৷ সেই সামরিক অভিযান এখন যুদ্ধে পরিণত হয়েছে ৷ এর মধ্যে বছরের প্রথমে ফের আমেরিকা-চিন দ্বিপাক্ষিক সম্পর্কে ফাটল দেখা দিয়েছে, যা বেশ গুরুতর বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল ৷ এও কি নতুন কোনও যুদ্ধের অশনি সংকেত ?

আরও পড়ুন: আমেরিকার মিসাইলে আটলান্টিকে চিনের গুপ্তচর বেলুন ! পালটা অভিযোগ বেজিংয়ের

উত্তর আমেরিকার আকাশে ঘুরতে থাকা বেলুনটি নিয়ে দুশ্চিন্তায় ছিল আমেরিকা ৷ 28 জানুয়ারি প্রথম তার দেখা মেলে ৷ এরপর প্রেসিডেন্ট জো বাইডেনকে বিষয়টি জানালে, তিনি সেটিকে গুলি করে নীচে নামানোর নির্দেশ দিয়েছিলেন ৷ তবে এর সঙ্গে তিনি মার্কিন সেনাবাহিনীকে পরামর্শ দিয়েছিলেন, এই বেলুন অপারেশনের সবচেয়ে ভালো সময়, যখন সেটি জলের উপরে থাকবে ৷ 60 হাজার ফুট উচ্চতায় ভাসতে থাকা এবং 3টি বাসের সমান বিশালাকার বেলুনটি মাটিতে নামিয়ে আনতে গেলে সেই অঞ্চলের বাসিন্দাদের জীবন ঝুঁকিপূর্ণ হয়ে যাবে ৷ তাই শনিবার বিকেল আনুমানিক 3টের কিছু আগে বেলুনটিকে মিসাইল ছুড়ে আটলান্টিক সমুদ্রতটে নামানো হয়েছে ৷ উদ্ধারকার্য চলছে বলে জানা গিয়েছে ৷

Last Updated : Feb 5, 2023, 2:15 PM IST

ABOUT THE AUTHOR

...view details