হায়দরাবাদ, 8 মার্চ: আন্তর্জাতিক নারী দিবসের (International Women's Day) প্রাক্কালে 20 তম এবং 25 তম বার্ষিকীর মাঝামাঝি সময়ে আমরা যখন মিলিত হচ্ছি, তখন এটা স্পষ্ট যে, আমাদের দিকনির্দেশনার একটি আমূল পরিবর্তন দরকার ৷ এ কথা বললেন রাষ্ট্রসংঘের মহিলা এক্সিকিউটিভ ডিরেক্টর সিমা বাহাউস (UN Women chief on international women's day)। 2000 সালের অক্টোবর মাসে গৃহীত নারী, শান্তি ও নিরাপত্তা সংক্রান্ত একটি প্রস্তাবের গুরুত্ব পুনর্নিশ্চিত করার জন্য এবং প্রায় তিন বছর আগে যে প্রস্তাবের 20 বছর হয়েছে, তার বাস্তবায়নের পর্যালোচনা করার জন্য আয়োজিল নিরাপত্তা পরিষদের সভায় বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন তিনি (Womens day 2023)৷
2000 সালে 31 অক্টোবর নিরাপত্তা পরিষদে নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ে যুগান্তকারী প্রস্তাব 1325 গৃহীত হয় । সংঘাত প্রতিরোধ ও সমাধান, শান্তি আলোচনা, শান্তিরক্ষা, মানবিক প্রতিক্রিয়া এবং সংঘাত-পরবর্তী পুনর্গঠনে নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পুনর্নিশ্চিত করা এবং রক্ষণাবেক্ষণের জন্য সমস্ত প্রচেষ্টায় তাদের সমান ও পূর্ণ অংশগ্রহণের গুরুত্বের উপর জোর দেয় এই রেজোলিউশন ।
কোনও উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি: রেজোলিউশনের প্রথম দুই দশকে লিঙ্গ সমতার জন্য বেশ কয়েকটি ঐতিহাসিক ঘটনা ঘটলেও, বাহাউস উল্লেখ করেছেন যে, শান্তি টেবিলের সংমিশ্রণে বা যাঁরা নারীর প্রতি অত্যাচার করে তাঁদের দায়মুক্তির ক্ষেত্রে কোনও উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি । রাষ্ট্রসংঘের মহিলা প্রধান বলেন, 20তম বার্ষিকী কোনও উদযাপন নয়, বরং জেগে ওঠার আহ্বান ছিল । ইউক্রেন যুদ্ধের বিষয়ে তিনি বলেন, প্রায় 80 লাখ লোকের মধ্যে 90 শতাংশই নারী ও শিশু, যাদের মধ্যে প্রায় 70 শতাংশ দেশ থেকে বাস্তুচ্যুত হয়েছে ।