নিউইয়র্ক, 18 অক্টোবর: হামাসের নিন্দায় প্রস্তাব আনতে চলেছে রাষ্ট্রসংঘ ৷ 7 অক্টোবর, শনিবার ভোরে হঠাৎ ইজরায়েলের উপর হামলা চালায় হামাস ৷ এই ঘটনায় কমপক্ষে 1 হাজার 400 জনের মৃত্যু হয়েছে ৷ বুধবার এই হামলার নিন্দাসূচক একটি প্রস্তাবনা পেশ করা হবে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে ৷ মঙ্গলবার এই প্রস্তাবনা পেশের কথা জানায় ব্রাজিল ৷
এর আগে সোমবার সন্ধ্যায় রাশিয়ার আনা প্রস্তাবনার খসড়া বাতিল করে দেয় রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ ৷ রাশিয়াও ইজরায়েল-হামাস যুদ্ধের তীব্র নিন্দা করে হিংসার বিরুদ্ধে প্রস্তাব পেশ করেছিল ৷ ব্রাজিলের এই প্রস্তাবে রাশিয়া দু'টি সংশোধন করার কথা জানিয়েছে ৷ প্রথমত তাদের দাবি, মানবিক কারণে যুদ্ধ বিরতি ঘোষণা করা হোক ৷ দ্বিতীয়ত, গাজায় সাধারণ নাগরিকদের উপর হামলাকে নিন্দা করার দাবিও তোলা হয়েছে ৷ হাসপাতাল থেকে শুরু করে স্কুলের উফপর আক্রমণ হচ্ছে বলে নিন্দা প্রস্তাব আনার দাবি উঠেছে ৷
এই মাসে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের সভাপতিত্ব করছে ব্রাজিল ৷ আজ ভোটপর্বের আগে গাজার হাসপাতালে বিস্ফোরণের ঘটনা নিয়ে জরুরি ভিত্তিতে একটি বৈঠক হওয়ার কথা ৷ গাজায় হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, হাসপাতালে রকেট হামলায় কমপক্ষে 500 জনের মৃত্যু হয়েছে ৷ এদিকে প্রাণ বাঁচাতে হাসপাতালেই আশ্রয় নিয়েছে বহু বহু মানুষ ৷ এর উপর আহত মানুষের ভিড় তো রয়েছেই ৷