নিউইয়র্ক, 4 জানুয়ারি: ইকুয়েডর, জাপান, মাল্টা, মোজাম্বিক এবং সুইৎজারল্যান্ডকে মঙ্গলবার রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে (UN Security Council Welcomes New Members) আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হল ৷ গত জুন মাসে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জিতে 2 বছরের জন্য এই 5টি দেশ রাষ্ট্রসংঘে জায়গা পেয়েছে ৷ একটি রীতি যা 2018 সালে কাজাখাস্তান শুরু করেছিল, সেই ধারা বজায় রাখা হয়েছে ৷ সেই মতো মঙ্গলবার, ওই পাঁচটি দেশের রাষ্ট্রদূতরা কাউন্সিল চেম্বারের বাইরে নিরাপত্তা পরিষদের অন্যান্য সদস্যদের সঙ্গে নিজেদের দেশের জাতীয় পতাকা লাগিয়েছেন ৷
মোজাম্বিকের রাষ্ট্রদূত পেদ্রো কমিসারিও আফনসো এটিকে তাদের দেশের জন্য 'ঐতিহাসিক দিন' বলে অভিহিত করেছেন ৷ সুইস রাষ্ট্রদূত প্যাস্কেল বেইরিসউইল বলেছেন,"আমার এই মুহূর্তে নম্রতা এবং দায়িত্বের একটা গভীর অনুভূতি হচ্ছে ৷ কারণ, আমাদের দেশ রাষ্ট্রসংঘের সবচেয়ে শক্তিশালী সংস্থায় প্রথমবার নিজেদের জায়গা করে নিয়েছে ৷" প্রসঙ্গত, মাল্টা দ্বিতীয়বারের জন্য নিরাপত্তা পরিষদে নিজেদের জায়গা করে নিয়েছে ৷ সেখানে ইকুয়েডর চতুর্থবার এবং জাপান 12 বার নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যপদ লাভ করল ৷
চিন, ফ্রান্স, রাশিয়া, ইংল্যান্ড এবং মার্কিন যুক্তরাষ্ট্র রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের (United Nations Security Council) স্থায়ী সদস্য ৷ যাদের ভেটো প্রয়োগের ক্ষমতা রয়েছে ৷ আর বাকি 10টি সদস্য দেশ 2 বছরের জন্য বাকি 193টি দেশের জেনেরাল অ্যাসেম্বলির মাধ্যমে নির্বাচিত হন ৷ সেই দেশগুলিকে বিভিন্ন মহাদেশ থেকে বেছে নেওয়া হয় ৷ সব দেশের কাছেই নিরাপত্তা আসনে জয়ী হওয়া কূটনৈতিকভাবে জয় হিসেবে বিবেচনা করা হয় ৷ যা একটি দেশের গ্রহণযোগ্যতাকে বিশ্বের কাছে আরও বড় করে তোলে ৷ অধিকাংশ ক্ষেত্রে ছোট দেশগুলির হয়ে নিরাপত্তা পরিষদে প্রশ্ন তোলে নির্বাচিত এই অস্থায়ী সদস্য দেশগুলি ৷ যা পরবর্তী ক্ষেত্রে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা ও নিরাপত্তা সংক্রান্ত সমস্যার ক্ষেত্রে অস্থায়ী সদস্য দেশগুলিকে এগিয়ে যেতে সাহায্য করে ৷
আরও পড়ুন:চিন একতরফা ভাবে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বদলের চেষ্টা করছে, জানালেন জয়শঙ্কর
বহুক্ষেত্রে নিরাপত্তা পরিষদের এই 10টি দেশকে শান্তিরক্ষার কাজে দূত হিসেবে নিয়োগ করা হয় ৷ অনেক সময় যুদ্ধবিধ্বস্ত দেশেও শান্তিবাহিনী পাঠাতে এবং আলোচনার পরিস্থিতি তৈরি করতে কাজ করে পরিষদের এই অস্থায়ী সদস্য দেশগুলি ৷ সন্ত্রাসবাদ দমন ও অস্ত্র নিয়ন্ত্রণেও বড় ভূমিকা পালন করতে হয় অস্থায়ী সদস্যদের ৷ এই নিরাপত্তা পরিষদের মঞ্চে বহু দেশ তাদের দীর্ঘদিনের আন্তর্জাতিক সমস্যাগুলিকে বিশ্বের সামনে তুলে ধরে ৷ যেখান থেকে পরবর্তী সময়ে সমস্যার সমাধান সূত্র বেরিয়ে আসে ৷