নিউ ইয়র্ক, 23 এপ্রিল : রাশিয়া-ইউক্রেন সংঘাত পরিস্থিতিতে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে যাচ্ছেন রাষ্ট্রসঙ্ঘের সেক্রেটারি-জেনারেল আন্তোনিও গুতেরেস ৷ 28 এপ্রিল প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি এবং বিদেশমন্ত্রী দিমিত্রো কুলেবার সঙ্গে দেখা করবেন রাষ্ট্রসঙ্ঘ প্রধান ৷ একটি প্রেস বিজ্ঞপ্তিতে রাষ্ট্রসঙ্ঘ জানিয়েছে, আগামী সপ্তাহে ইউক্রেন সফরে যাবেন সেক্রেটারি-জেনারেল ৷ সেখানে জেলেনস্কি এবং কুলেবার সঙ্গে বৈঠক করবেন তিনি ৷ পাশাপাশি ইউক্রেনবাসীদের কাছে মানবিক দিক দিয়ে কী ভাবে সাহায্য করা যায়, তা আলোচনা করবেন তিনি (UN Secretary-General Antonio Guterres to meet President Putin and President Zelenskyy) ৷
এর আগে অবশ্য আন্তোনিও গুতেরেস মস্কো যাচ্ছেন ৷ শুক্রবার গুতেরেসের মুখপাত্র এরি কানেকো ঘোষণা করেন, রাষ্ট্রসঙ্ঘ প্রধান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং বিদেশমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে দেখা করবেন ৷ ক্রেমলিনও বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, সেক্রেটারি-জেনারেল রাশিয়ান ফেডারেশনের মস্কোয় আসবেন ৷ 26 এপ্রিল, মঙ্গলবার তিনি প্রেসিডেন্ট পুতিন এবং বিদেশমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে বৈঠক করবেন, একসঙ্গে মধ্যাহ্নভোজ সারবেন ৷ তাঁকে অভর্থ্যনা জানাতে উপস্থিত থাকবেন প্রেসিডেন্ট পুতিন ৷