রাষ্ট্রসংঘ, 4 জুলাই: আর্টিফিসিয়াল ইন্টালিজেন্স বা এআই, এই নিয়ে প্রথমবার বৈঠকে বসতে চলেছে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ ৷ এই বৈঠকের আয়োজন করছে ব্রিটেন ৷ এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা আগামিদিনে অনেক কাজকেই সহজ করে দেবে ৷ কিন্তু এর মাধ্যমে সয়ংক্রিয় অস্ত্র বা পারমাণবিক অস্ত্রের ব্যবহার হলে, তা ভয়ঙ্কর হতে পারে বলে অনেকের আশঙ্কা ৷ তাই এআই-এর সম্ভাবনার সঙ্গে বিপদের দিকগুলি নিয়েই এই বৈঠকে আলোচনা হতে পারে ৷
ব্রিটেনের রাষ্ট্রদূত বারবারা উডওয়ার্ড সোমবার জানিয়েছেন, 18 জুলাই এই বৈঠক হবে ৷ এখন রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের সভাপতিত্ব করছে ব্রিটেন ৷ তাই তাদের সভাপতিত্বে এই মাসে সবচেয়ে আলোচ্য বৈঠক হতে চলেছে এটি, এমনটাই জানিয়েছেন উডওয়ার্ড ৷ এই বৈঠকে আন্তর্জাতিক এআই বিশেষজ্ঞ ও রাষ্ট্রসংঘের মহাসচিব অ্য়ান্তোনিও গুতেরেসের ভাষণ থাকবে ৷
ইতিমধ্যে রাষ্ট্রসংঘের মহাসচিব জানিয়েছেন, বিজ্ঞানী ও বিশেষজ্ঞরা এআই নিয়ে সতর্ক করেছে ৷ এই কৃত্তিম বুদ্ধিমত্তা পারমাণবিক যুদ্ধের জন্য ঝুঁকিপূর্ণ ৷ তাছাড়া রাষ্ট্রসংঘ কী কী পদক্ষেপ এই নিয়ে করতে পারে, তা ঠিক করতে গুতেরেস সেপ্টেম্বরে কৃত্রিম বুদ্ধিমত্তার উপর একটি উপদেষ্টা বোর্ড নিয়োগের পরিকল্পনা ঘোষণা করেছিলেন ৷