নিউইয়র্ক, 11 অক্টোবর: জ্বলছে মধ্যপ্রাচ্য ৷ বিশ্বের নিরাপত্তা প্রশ্নের মুখে ৷ এমন সময়েই রাষ্ট্রসংঘে তাবড় নেতারা 'বসুধৈব কুটুম্বকম'-এর কথা তুলে ধরলেন ৷ 9-10 সেপ্টেম্বর নয়াদিল্লিতে ভারতের সভাপতিত্বে জি-20 শীর্ষ সম্মেলন হয় ৷ এখানে থিম ছিল 'এক পৃথিবী, এক পরিবার, এক ভবিষ্যত' ৷ ইজরায়েল-প্যালেস্তাইন যুদ্ধের সময়ে তা আরও বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে ৷
মঙ্গলবার 'বসুধৈব কুটুম্বকম'-এর ধারণা নিয়ে একটি আন্তর্জাতিক সম্মেলন হয় রাষ্ট্রসংঘের প্রধান কার্যালয়ে ৷ সেখানে ভারতের সাংস্কৃতিক সম্পর্ক বা আইসিসিআরের সভাপতি ড. বিনয় সহস্রবুদ্ধি বলেন, "ভারত সমগ্র বিশ্বকে এই ভাবে দেখে ৷ এটা ঐতিহাসিক, বসুধৈব কুটুম্বকম নিয়ে যেখানে আলোচনা হওয়া প্রয়োজন, সেখানে তা হচ্ছে ৷ আর এমন একটা সময় এসেছে, যখন এই আলোচনাটা প্রয়োজন ৷"
ভারতের এই থিমের প্রশংসা করেন 78তম রাষ্ট্রসংঘের সাধারণ সভার সভাপতি ডেনিস ফ্রান্সিস ৷ তিনি বলেন, "কয়েক সপ্তাহ আগেও কি জানতাম, কিছু সপ্তাহ পরেই আমাদের এই চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হতে হবে ! এক পৃথিবী, এক পরিবারের থেকে একেবারে উলটো পথে হাঁটছে এই পরিস্থিতি ৷ আমাদের এখন অনেক বেশি শান্তির প্রয়োজন, অথচ সেটাই ক্রমশ কমে যাচ্ছে ৷"