পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

Vasudhaiva Kutumbakam: ইজরায়েল-হামাস যুদ্ধে রাষ্ট্রসংঘের বার্তা ভারতের 'বসুধৈব কুটুম্বকম' - ইজরায়েল প্যালেস্তাইন যুদ্ধে

অশান্ত ইজরায়েল ৷ বিপর্যস্ত গাজা ৷ এর মধ্যে নিউইয়র্কে রাষ্ট্রসংঘের আলোচনার বিষয় ছিল 'বসুধৈব কুটুম্বকম' ৷ হিংসার পৃথিবীতে ভারতের থিমেই শান্তির বার্তা দিতে চায় রাষ্ট্রসংঘ ৷

ETV Bharat
রাষ্ট্রসংঘে ভারতের দর্শন বসুধৈব কুটুম্বকম

By ETV Bharat Bangla Team

Published : Oct 11, 2023, 12:43 PM IST

নিউইয়র্ক, 11 অক্টোবর: জ্বলছে মধ্যপ্রাচ্য ৷ বিশ্বের নিরাপত্তা প্রশ্নের মুখে ৷ এমন সময়েই রাষ্ট্রসংঘে তাবড় নেতারা 'বসুধৈব কুটুম্বকম'-এর কথা তুলে ধরলেন ৷ 9-10 সেপ্টেম্বর নয়াদিল্লিতে ভারতের সভাপতিত্বে জি-20 শীর্ষ সম্মেলন হয় ৷ এখানে থিম ছিল 'এক পৃথিবী, এক পরিবার, এক ভবিষ্যত' ৷ ইজরায়েল-প্যালেস্তাইন যুদ্ধের সময়ে তা আরও বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে ৷

মঙ্গলবার 'বসুধৈব কুটুম্বকম'-এর ধারণা নিয়ে একটি আন্তর্জাতিক সম্মেলন হয় রাষ্ট্রসংঘের প্রধান কার্যালয়ে ৷ সেখানে ভারতের সাংস্কৃতিক সম্পর্ক বা আইসিসিআরের সভাপতি ড. বিনয় সহস্রবুদ্ধি বলেন, "ভারত সমগ্র বিশ্বকে এই ভাবে দেখে ৷ এটা ঐতিহাসিক, বসুধৈব কুটুম্বকম নিয়ে যেখানে আলোচনা হওয়া প্রয়োজন, সেখানে তা হচ্ছে ৷ আর এমন একটা সময় এসেছে, যখন এই আলোচনাটা প্রয়োজন ৷"

ভারতের এই থিমের প্রশংসা করেন 78তম রাষ্ট্রসংঘের সাধারণ সভার সভাপতি ডেনিস ফ্রান্সিস ৷ তিনি বলেন, "কয়েক সপ্তাহ আগেও কি জানতাম, কিছু সপ্তাহ পরেই আমাদের এই চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হতে হবে ! এক পৃথিবী, এক পরিবারের থেকে একেবারে উলটো পথে হাঁটছে এই পরিস্থিতি ৷ আমাদের এখন অনেক বেশি শান্তির প্রয়োজন, অথচ সেটাই ক্রমশ কমে যাচ্ছে ৷"

রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি রুচিরা কাম্বোজ বলেন, "বেদ, উপনিষদের এই দর্শন হাজার হাজার বছর ধরে মানুষকে মনে করিয়ে দিচ্ছে, জাতীয়তাবাদ, ধর্ম এবং সংস্কৃতির আপাত ভেদাভেদের নেপথ্যে আমরা সবাই এক - মানুষ ৷ আমাদের ভাগ্য একে অপরের সঙ্গে জড়িয়ে, আমাদের স্বপ্নগুলো একে অপরের সঙ্গে যুক্ত, আমাদের চ্যালেঞ্জগুলিরও একটির সঙ্গে আরেকটির যোগ রয়েছে ৷"

7 অক্টোবর, শনিবার ভোর 6.30টা নাগাদ ইজরায়েলে অতর্কিতে হামলা চালায় প্যালেস্তাইনের হামাস জঙ্গি গোষ্ঠী ৷ হাজারে হাজারে রকেট আছড়ে পড়ে ইজরায়েলে ৷ সেদিন ইহুদিদের সাবাথের দিন ছিল ৷ সবাই প্রায় বাড়িতে পরিবারের সঙ্গে ছিলেন ৷ এই হঠাৎ হামলায় বিস্ফোরণের শব্দে ঘুম ভাঙে ইজরায়েলবাসীর ৷ এর উত্তর দিতে অবশ্য দেরি করেননি দেশের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ৷ তিনি গাজার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন ৷ তারপর থেকে ইজরায়েল-গাজা যুদ্ধে বিধ্বস্ত ভূমধ্যসাগরের তীরে অবস্থিত এই দু'টি দেশ ৷

আরও পড়ুন: সিরিয়া থেকে ইজরায়েলে ধেয়ে আসছে বোমা ! মৃত কমপক্ষে 1900

ABOUT THE AUTHOR

...view details