পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

United Nations: তাওয়াংয়ে সংঘর্ষের পর ভারত-চিনের মধ্যে উত্তেজনা কমানোর পক্ষে সওয়াল রাষ্ট্রসংঘের - প্রকৃত নিয়ন্ত্রণ রেখা

গত শুক্রবার তাওয়াং সেক্টরে (Tawang Sector) ভারতীয় ও চিনা সেনার মধ্যে মুখোমুখি সংঘর্ষের হয় (India-China Faceoff) ৷ তা নিয়ে বিবৃতি দিল রাষ্ট্রসংঘ ৷ ভারত-চিনের মধ্যে উত্তেজনা কমানোর পক্ষে সওয়াল করেছেন রাষ্ট্রসংঘের (United Nations) মহাসচিব আন্তোনিও গুতেরেস (Antonio Guterres) ৷

un-chief-antonio-guterres-calls-for-de-escalation-in-tensions-along-india-china-border-after-clashes-in-tawang
United Nations: তাওয়াংয়ে সংঘর্ষের পর ভারত-চিনের মধ্যে উত্তেজনা কমানোর পক্ষে সওয়াল রাষ্ট্রসংঘের

By

Published : Dec 14, 2022, 1:01 PM IST

নিউ ইয়র্ক (মার্কিন যুক্তরাষ্ট্র), 14 ডিসেম্বর: ভারত (India) ও চিনের (China) মধ্যে উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছেন রাষ্ট্রসংঘের (United Nations) মহাসচিব আন্তোনিও গুতেরেস (Antonio Guterres) । মঙ্গলবার রাষ্ট্রসংঘের তরফে করা এই সাংবাদিক বৈঠকে মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক এই মন্তব্য করেছেন ৷

তিনি জানিয়েছেন, বিষয়টি রাষ্ট্রসংঘের নজরে এসেছে ৷ তাই নতুন করে উত্তেজনা যাতে না বাড়ে, তা নিশ্চিত করতে বলা হচ্ছে ৷ গত শুক্রবার অরুণাচল প্রদেশের (Arunachal Pradesh) তাওয়াং সেক্টরে (Tawang Sector) ভারতীয় ও চিনা সেনাদের মধ্যে মুখোমুখি সংঘর্ষের হয় (India-China Faceoff) ৷ এতে দু‘পক্ষের অনেকেই কমবেশি আহত হন ৷ তার প্রেক্ষিতেই স্টিফেন ডুজারিক এই মন্তব্য করেছেন ৷

মঙ্গলবার ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (Defence Minister Rajnath Singh) রাজ্যসভায় জানান যে চিনের পিপলস লিবারেশন আর্মি বা পিএলএ-র (PLA) সৈন্যরা অরুণাচল প্রদেশের তাওয়াং সেক্টরের ইয়াংটসে এলাকায় প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (LAC) লঙ্ঘন করার চেষ্টা করেছে এবং একতরফাভাবে স্থিতাবস্থা ভেঙেছে । ভারতীয় সেনা (Indian Army) কমান্ডারদের সময় মতো হস্তক্ষেপে চিনা সেনারা তাদের জায়গায় ফিরে যায় । একই সঙ্গে রাজ্যসভায় রাজনাথ সিং বলেন, ‘‘আমাদের বাহিনী আমাদের আঞ্চলিক অখণ্ডতা রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং এটির বিরুদ্ধে করা যেকোনও প্রচেষ্টাকে ব্যর্থ করে দেবে ।’’

এছাড়া প্রতিরক্ষামন্ত্রী মঙ্গলবার আরও জানান যে, গত 9 ডিসেম্বর ঘটনাটি ঘটে ৷ তার পর গত 11 ডিসেম্বর ভারত ও চিনের মধ্যে কমান্ডার পর্যায়ে বৈঠক হয় ৷ প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর শান্তির পরিবেশ বজায় রাখার বিষয়ে ওই বৈঠকে আলোচনা করা হয়েছে ৷ এই বিষয়ে সংসদের প্রত্যেক সদস্যই যে ভারতীয় সেনার পাশে থাকবেন, সেই বিষয়েও আশা প্রকাশ করেছিলেন রাজনাথ সিং ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, ভারত ও চিনের মধ্যে এই বিবাদ নতুন নয় ৷ কখনও ডোকালাম, কখনও গালওয়ান, মাঝেমধ্যেই চিনা সেনার সঙ্গে ভারতের বিবাদ তৈরি হয় ৷ 2020 সালের মাঝামাঝি থেকে দীর্ঘ সময় পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় এই সমস্যা বিদ্যমান ছিল ৷ গালওয়ানে দু’পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষও হয়েছিল ৷ সেখানে ভারতের বেশ কয়েকজন জওয়ান শহিদ ৷ চিনের তরফেও অনেকে মারা যান ৷ কিন্তু সংখ্যাটা ঠিক কত, তা জানা যায়নি ৷ একই ধরনের ঘটনা তাওয়াংয়েও হল ৷ তবে এখনও কারও প্রাণহানি হয়নি ৷

আরও পড়ুন:ইয়াংজে ফেস-অফ, চিনকে সবক শেখাল ভারতীয় সেনার তিন ব্যাটেলিয়ন!

ABOUT THE AUTHOR

...view details