নিউ ইয়র্ক (মার্কিন যুক্তরাষ্ট্র), 14 ডিসেম্বর: ভারত (India) ও চিনের (China) মধ্যে উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছেন রাষ্ট্রসংঘের (United Nations) মহাসচিব আন্তোনিও গুতেরেস (Antonio Guterres) । মঙ্গলবার রাষ্ট্রসংঘের তরফে করা এই সাংবাদিক বৈঠকে মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক এই মন্তব্য করেছেন ৷
তিনি জানিয়েছেন, বিষয়টি রাষ্ট্রসংঘের নজরে এসেছে ৷ তাই নতুন করে উত্তেজনা যাতে না বাড়ে, তা নিশ্চিত করতে বলা হচ্ছে ৷ গত শুক্রবার অরুণাচল প্রদেশের (Arunachal Pradesh) তাওয়াং সেক্টরে (Tawang Sector) ভারতীয় ও চিনা সেনাদের মধ্যে মুখোমুখি সংঘর্ষের হয় (India-China Faceoff) ৷ এতে দু‘পক্ষের অনেকেই কমবেশি আহত হন ৷ তার প্রেক্ষিতেই স্টিফেন ডুজারিক এই মন্তব্য করেছেন ৷
মঙ্গলবার ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (Defence Minister Rajnath Singh) রাজ্যসভায় জানান যে চিনের পিপলস লিবারেশন আর্মি বা পিএলএ-র (PLA) সৈন্যরা অরুণাচল প্রদেশের তাওয়াং সেক্টরের ইয়াংটসে এলাকায় প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (LAC) লঙ্ঘন করার চেষ্টা করেছে এবং একতরফাভাবে স্থিতাবস্থা ভেঙেছে । ভারতীয় সেনা (Indian Army) কমান্ডারদের সময় মতো হস্তক্ষেপে চিনা সেনারা তাদের জায়গায় ফিরে যায় । একই সঙ্গে রাজ্যসভায় রাজনাথ সিং বলেন, ‘‘আমাদের বাহিনী আমাদের আঞ্চলিক অখণ্ডতা রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং এটির বিরুদ্ধে করা যেকোনও প্রচেষ্টাকে ব্যর্থ করে দেবে ।’’