লস অ্যাঞ্জেলস, 19 ফেব্রুয়ারি: ব্যবহারকারীদের চূড়ান্ত সতর্কবার্তা দিল টুইটার ৷ জানিয়ে দেওয়া হল, টুইটারের নতুন প্রিমিয়াম সার্ভিস না-নিলে অ্যাকাউন্টের নিরাপত্তা হারাবেন গ্রাহকরা ৷ শনিবার প্রত্যেক টুইটার ব্যবহারকারীর অ্যাকাউন্টে একটি পপ-আপ মেসেজ গিয়েছে এ নিয়ে (Ultimatum by Twitter for Users to Subscribe New Premium Service) ৷ সেখানে বলা হয়েছে, প্রিমিয়াম সদস্যপদ না নিলে টুইটারের সিকিওর অ্যাক্সিস করতে পারবেন না গ্রাহকরা ৷ আর তা না-হলে, মাসে 8 মার্কিন ডলার দিয়ে টুইটার ব্লু সাবস্ক্রাইব করতে হবে সকলকে ৷
ওই মেসেজে বলা হয়েছে, "আগামী 19 মার্চ থেকে এই নিয়ম কার্যকর করবে টুইটার কর্তৃপক্ষ ৷ আর সেই দিন থেকে যারা টুইটারের প্রিমিয়াম গ্রাহক হবেন না, তাদের অ্যাকাউন্ট লক হয়ে যাবে ৷ টুইটার অ্যাকউন্ট থেকে সিকিউরিটি ফিচার ডিলিট না-করা পর্যন্ত অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে না ৷’’ আর এই ঘোষণার পর থেকেই অসন্তোষ দেখা দিয়েছে টুইটারের কোটি কোটি ব্যবহারকারীর মধ্যে ৷
কিন্তু, কেন এই বদল আনল টুইটার কর্তৃপক্ষ ?