কিয়েভ, 25 ডিসেম্বর:তাঁদের প্রিয় দেশের উপর রাশিয়ার আগ্রাসন বদলে দিয়েছে বহু ইউক্রেনবাসীর প্রচলিত ধর্মীয় বিশ্বাস ৷ সেই সূত্রেই, এবছর 25 ডিসেম্বরেই তাঁরা পালন করছেন ক্রিসমাস বা বড়দিন ৷ সাধারণত 7 জানুয়ারি ক্রিসমাস পালন করে থাকেন ইউক্রেনিয়রা ৷ রাশিয়ানরাও 7 জানুয়ারিতেই ক্রিসমাস পালন করে থাকেন ৷ কিন্ত এবছর গোঁড়া বেশকিছু খ্রিস্টান 25 ডিসেম্বরকেই যিশুর জন্মদিন পালনের জন্য বেছে নিয়েছেন (Ukrainians move Christmas to detach from Russia) ৷ যুদ্ধই তাঁদের মধ্যে এই পরিবর্তন এনেছে, স্থানীয় চার্চগুলিও এতে সম্মতি দিয়েছে ৷
গোটা বিশ্ব 25 ডিসেম্বরেই ক্রিসমাস পালন করে থাকে ৷ কিন্তু এই দিনটিতে যিশুখ্রিস্টের জন্মদিন পালনকে বহু ইউক্রেনবাসী কট্টরপন্থা হিসেবেই দেখতেন ৷ কিন্তু রাশিয়ার জবরদখলের লড়াই তাদের মনও বদলে দিয়েছে ৷ গত অক্টোবরেই ইউক্রেনের অর্থোডক্স চার্চগুলির নেতৃত্ব সিদ্ধান্ত নেন এবছর 25 ডিসেম্বরে যিশুর জন্মদিন পালন করা হবে ৷ ইউক্রেনের বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে এই দিন বদলের রাজনৈতিক ও ধর্মীয় গুরুত্ব যথেষ্ট ৷ রাশিয়ার সংস্কৃতি থেকে ইউক্রেনের সংস্কৃতিকে পৃথক করার চেষ্টা হিসেবেই এই পদক্ষেপকে দেখা হচ্ছে ৷ কিয়েভের নিকটবর্তী কিছু এলাকার বাসিন্দা ভোটাভুটিতে এই দিন বদলের পক্ষেই রায় দিয়েছেন ৷ তাঁদের দাবি, 24 ফেব্রুয়ারি থেকে রাশিয়া ইউক্রেনের উপর যে আগ্রাসন শুরু করেছে, এরপর আর তাদের সঙ্গে কোনওরকম যোগ রেখে চলার মানে হয় না (Russia Ukraine conflict)৷ একবছর হতে এলেও ইউক্রেনের উপর রাশিয়ার সেই আগ্রাসন আজও বর্তমান ৷