কিভ (ইউক্রেন), 11 জানুয়ারি: বাখমুত এলাকায় যুদ্ধ চলছিল (Ukraine Russia War) ৷ সেই যুদ্ধে গুরুতর জখম হন ইউক্রেনের এক সৈনিক ৷ সূত্রের দাবি, তাঁর বুকের ভিতর ছোট আকৃতির একটি আস্ত গ্রেনেড (VOG Grenade) ঢুকে যায় ! কিন্তু, তারপরও লড়াই চালিয়ে যান ওই সৈনিক (Ukrainian Soldier) ৷ পরবর্তীতে, অস্ত্রোপচার (Rare Surgery) করে আহত সৈনিকের শরীর থেকে গ্রেনেডটি বের করে আনেন শল্যচিকিৎসক (Ukrainian Surgeon) আন্দ্রিল ভার্বা ৷ ওয়াকিবহাল মহলের বক্তব্য, এটি একটি বিরল ঘটনা ৷ যেকোনও সময় ওই সৈনিকের শরীরের ভিতরেই গ্রেনেডটি ফেটে যেতে পারত ৷ তাতে চিকিৎসক ও তাঁর সহকারীরাও আক্রান্ত হতে পারতেন ৷ কিন্তু, তা সত্ত্বেও কর্তব্যে অবিচল থেকেছেন তাঁরা ৷
মঙ্গলবার নিজের ফেসবুক অ্য়াকাউন্টে এই বিষয়ে একটি আবেগঘন পোস্ট করেছেন ইউক্রেনের উপপ্রতিরক্ষা মন্ত্রী হ্য়ানা মালিয়ার ৷ তাতে তিনি লিখেছেন, "হৃদয়ে হওয়া সব আঘাতই প্রাণঘাতী হয় না ! একজন সৈনিকের শরীর থেকে সেনাবাহিনীর চিকিৎসকরা একটি অক্ষত ভিওজি গ্রেনেড অস্ত্রোপচার করে বের করে এনেছেন !" যদিও মন্ত্রীর দাবি, সংশ্লিষ্ট চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করেই এই অস্ত্রোপচার করা হয়েছে ৷