মার্কিন যুক্তরাষ্ট্র, 5 এপ্রিল : আজ রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদে ভাষণ দেবেন উইক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি (Ukrainian President Volodymyr Zelenskyy Address UN Security Council) ৷ রাশিয়ার আক্রমণের পর প্রথমবার নিরাপত্তা পরিষদে ভাষণ দেবেন তিনি ৷ এপ্রিল মাসে নিরাপত্তা কাউন্সিলের সভাপতিত্বের দায়িত্ব পেয়েছে ব্রিটেন ৷ তার পরেই ব্রিটেনের তরফে জেলেনস্কির ভাষণের কথা জানিয়ে একটি টুইট করা হয়েছে ৷ প্রসঙ্গত, কিভের রাস্তায় ধ্বংসস্তুপের মধ্যে সাধারণ মানুষের হাত-পা বাঁধা দেহ উদ্ধারের ঘটনা সমগ্র বিশ্বকে শিহরিত করেছে ৷ রুশ বাহিনীর এমন নারকীয় আচরণের নিন্দায় সরব হয়েছে বিশ্ব ৷ এই পরিস্থিতিতে ইউক্রেনের প্রেসিডেন্টের নিরাপত্তা পরিষদের আজকের ভাষণ বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন আন্তর্জাতিক কূটনৈতিক বিশেষজ্ঞরা ৷
ইউক্রেনের পরিস্থিতি নিয়ে রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভা এবং নিরাপত্তা কাউন্সিলের তরফে দফায় দফায় বৈঠক করা হয় ৷ এমনকি 193 সদস্য দেশের প্রতিনিধিদের নিয়ে বিরল জরুরি বিশেষ অধিবেশন ডাকা হয়েছে ৷ ব্রিটেনের সভাপতিত্বে একথা নিশ্চিত করা হয় যে, রাশিয়ার যুদ্ধোপরাধ নিয়ে সত্যিটা শুনবে নিরাপত্তা পরিষদ ৷ রাষ্ট্রসঙ্ঘে ব্রিটেন জানায়, রাশিয়া তথা পুতিনের এই যুদ্ধের আসল সত্যিটা তাঁরা প্রকাশ্যে আনবে ৷