কিভ, 16 মে: যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনকে তাঁর স্যাটালাইট কমিউনিকেশন পরিষেবা দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন বিলিয়নেয়র ইলন মাস্ক ৷ এ বার তাঁর সাহায্য চেয়ে তাঁর কাছে পৌঁছল একটি এসওএস ৷ মারিউপোলের অবরুদ্ধ আজোভস্টালে আটকে পড়া ইউক্রেনের কম্যান্ডার সেরহাই ভলিনা (Ukrainian commander Serhiy Volyna) ও অন্যান্যরা অবিলম্বে তাঁদের উদ্ধারের জন্য আর্জি জানিয়েছেন মাস্কের কাছে (billionaire Elon Musk has received an SOS from the Ukrainian commander Serhiy Volyna)৷
অবরুদ্ধ আজোভস্টাল স্টিল প্ল্যান্ট থেকে রাশিয়ার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন ইউক্রেনের যোদ্ধারা (Ukrainian commander makes 'last appeal of life' to Elon Musk from besieged Azovstal)৷ ভলিনা জানিয়েছেন, আজোভস্টালে বেঁচে থাকা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে ৷ টুইটারে তিনি লিখেছেন, "ইলন মাস্ক, লোকে বলে যে আপনি অন্য গ্রহ থেকে এসে মানুষকে শেখান যে অসম্ভবের প্রতি কিভাবে বিশ্বাস রাখতে হয় ৷ আমাদের গ্রহ একে-অপরের পাশাপাশিই আছে, আমি যেখানে আছি সেখানে বাঁচাটা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে ৷ আমাদের আজোভস্টাল থেকে বের করে মধ্যস্থতাকারী একটি দেশে নিয়ে যেতে সাহায্য করুন ৷"